দিল্লিকাণ্ডে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে, বাড়ছে মৃতের সংখ্যা। এমতাবস্থায় দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে টুইট করলেন মোদী। ‘‘দিল্লির ভাই-বোনদের কাছে আর্জি রাখছি, শান্তি-সম্প্রীতি বজায় রাখুন’, এমন কথাই লিখেছেন নমো। পাশাপাশি দিল্লির বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনার পর্যালোচনা করেছেন বলেও জানিয়েছেন মোদী।
টুইটারে ঠিক কী লিখেছেন মোদী?
দিল্লির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন টুইটে লেখেন, ‘আমাদের সংস্কৃতির মূল কথা শান্তি এবং সম্প্রীতি। দিল্লির ভাই-বোনেদের কাছে অনুরোধ, সর্বদা শান্তি এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখুন। যত দ্রুত সম্ভব দিল্লিতে শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসাটা জরুরি।’
অশান্ত দিল্লি। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ২৩ জনের। জখম বহু। জারি রয়েছে কার্ফু। দিল্লি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট জমা করছেন নিরপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই পরিস্থিতিতে দিল্লির বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনার পর্যালোচনা করা হচ্ছে বলেও টুইটে জানান প্রদানমন্ত্রী।
Peace and harmony are central to our ethos. I appeal to my sisters and brothers of Delhi to maintain peace and brotherhood at all times. It is important that there is calm and normalcy is restored at the earliest.
— Narendra Modi (@narendramodi) February 26, 2020
এর আগে, দিল্লি হিংসার জন্য কেন্দ্রকে দায়ী করে স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। একই সঙ্গে যথাযত পদক্ষেপ না করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও সমালোচনা করেন তিনি।
দিল্লি হিংসা নিয়ে কেন্দ্রীয় শাসক দলের কোনও নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করার বিষয়টিকে নিন্দা করেন সোনিয়া। বলেন, ‘শাসক দলের নেতারা কিছু বলবেন এটাই প্রত্যাশিত। কিন্তু সোশাল মিডিয়ায় গুটি কয়েক মন্তব্য ছাড়া আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।’ বাজপেয়ী আমলের তুলনা টেনে কংগ্রেস সভানেত্রী বলেন, ‘বাজপেয়ীজিও এই ধরণের পস্থিতিতে অতীতে সর্বদল বৈঠকের ডাক দিতেন। কিন্তু, দুঃখের বিষয় যে মোদী সরকার আসার পর থেকে এই ধরমের বৈঠক আর হয় না।’
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন