/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/modi-3.jpg)
নরেন্দ্র মোদী। ফাইল চিত্র
রাজ্যসভায় সোমবার বক্তব্য রাখতে গিয়ে ফের কৃষি আইনের পক্ষেই সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তিন কেন্দ্রীয় কৃষি আইন কেন কৃষকদের সুবিধা দেবে, তা নিয়েও খতিয়ান পেশ করেন তিনি। পাশাপাশি আন্দোলনকারী কৃষকদের ফের একবার আলোচনায় বসার আহ্বানও জানান। বিক্ষোভ যে সমাধান সূত্র দিতে পারবে না, সে কথাও জানান নমো। তিনি কৃষকদের এই আন্দোলন বন্ধ করার আর্জি জানান।
এমনকী কৃষকদের প্রসঙ্গে বাংলাকেও টেনে আনেন তিনি। রাজ্যসভায় জানিয়ে দেন যে বাংলার রাজনীতির জন্য এখানকার কৃষকরা সব সুবিধা পাচ্ছেন না। নাম না নিয়ে মমতা সরকারকে দুষে তিনি বলেন, "বাংলায় রাজনীতি না হলে বাংলার কৃষকরাও এই প্রধানমন্ত্রী কিষাণ নিধির সুবিধা পেতেন।"
আরও পড়ুন, ‘বিরোধিতা করুন, কিন্তু দেশকে অসম্মান করে নয়’, কড়া বার্তা প্রধানমন্ত্রীর
MSP was there.
MSP is there.
MSP will remain in the future.
Affordable ration for the poor will continue.
Mandis will be modernised: PM @narendramodi#PMinRajyaSabha— PMO India (@PMOIndia) February 8, 2021
কৃষি আইন নিয়ে রাজ্যসভায় ঠিক কী কী বললেন মোদী, দেখে নিন এক নজরে-
- ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য পেনশনের সুবিধাও করা হয়েছে। কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন।
- ছোট কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে। ২০১৪-র পর ফসল বিমার আওতায় ক্ষুদ্র কৃষকদের আনা হয়েছে।
- ক্ষুদ্র কৃষক ঋণ মকুবের সুবিধা পান না। বিমার ও সেচের সুবিধাও ক্ষুদ্র কৃষকদের ভাগ্যে নেই। কারণ তাঁদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই। এই ক্ষুদ্র কৃষকদের সম্পর্কে চিন্তা আমাদের করতে হবে।
- ৮৬ শতাংশ কৃষকের জমি ২ হেক্টরের কম। আজ দেশে ছোট কৃষকের সংখ্যা ৬৮ শতাংশ।
- কৃষক আন্দোলন নিয়েও অনেক কথা বলা হচ্ছে। কিন্তু কৃষিমন্ত্রীর প্রশ্নের জবাব কেউ দিচ্ছে না।
- এমএসপি ছিল, এমএসপি আছে এবং এমএসপি থাকবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন