Advertisment

২৬/১১ মুম্বই হামলার স্মৃতিচারণ, 'মন কি বাত'-এ দেশবাসীকে সংবিধান দিবসের শুভেচ্ছা মোদীর

মন কি বাত-এর ১০৭ তম পর্বে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Pm Modi, Mann ki Baat, Mann ki Baat Live,

২৬/১১ মুম্বই হামলার স্মৃতিচারণ, মন কি বাতে দেশবাসীকে সংবিধান দিবসের শুভেচ্ছা মোদীর

৬/১১ মুম্বই হামলার ১৫’বছর ৷ এমন দিনে মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গেল ১৫ বছর আগের বাণিজ্যনগরীতে সন্ত্রাসের সেই দিনের কথা ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব মোদী। ১০৭ তম মন কি বাত অনুষ্ঠানে গোটা বিশ্বকে একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একইসঙ্গে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি ৷ মোদী তাঁর ভাষণে বলেন, '২৬ নভেম্বর দিনটি আমরা কখনোই ভুলতে পারি না'…! ২৬/১১ মুম্বই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করেছেন মোদী। পাশাপাশি ডেস্টিনেশন ওয়েডিং এর কথা উল্লেখ করে তিনি দেশবাসীকে বিদেশে না গিয়ে ভারতে বিয়ে করার আহ্বান জানান।

Advertisment

মন কি বাত-এর ১০৭ তম পর্বে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পর্বে, প্রধানমন্ত্রী মোদীকে সংবিধান দিবসে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ২৬/১১ হামলার কথাও স্মরণ করেছেন। প্রতি মাসের শেষ রবিবার, প্রধানমন্ত্রী মোদী রেডিওর মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেন। তাঁর ভাষণে, প্রধানমন্ত্রী মুম্বই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা জানিয়েছেন।

মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলার দিনটিকে স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আজকের দিনেই দেশ সবচেয়ে জঘন্য সন্ত্রাসবাদী হামলার সাক্ষী ছিল। এটা ভারতের শক্তি যে আমরা সেই হামলা থেকে বেরিয়ে এসেছি এবং এখন পূর্ণ সাহসিকতার সঙ্গে সন্ত্রাস দমন করছি।” জনগণের কাছে আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিবাহ সংক্রান্ত কেনাকাটা করার সময় শুধুমাত্র ভারতে তৈরি পণ্য কেনার চেষ্টা করুন।

ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, 'আজকাল কিছু পরিবারে বিয়ে করে বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ছে। তিনি বলেন, ভারতের জনগণের সঙ্গে উৎসবে সামিল হলে দেশের টাকা দেশেই থাকবে। প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট সম্পর্কে জনগণের কাছে বিশেষ আবেদনও করেছেন। তিনি বলেন, 'এই উৎসবের মৌসুমে নগদ টাকা দিয়ে পণ্য কেনার প্রবণতা কমে যাচ্ছে। মানুষ বেশি ডিজিটাল পেমেন্ট করছে। প্রধানমন্ত্রী জনগণের কাছে আবেদন করে বলেন ডিজিটাল মাধ্যমে অর্থপ্রদানকে আরও শক্তিশালী করতে হবে।
আজ সংবিধান দিবস
প্রধানমন্ত্রী মোদী বলেন, আজকের দিনটি অন্য কারণেও গুরুত্বপূর্ণ। ১৯৪৯ সালের এই দিনে সংবিধান গৃহীত হয়। ২০১৫ সালে, সংবিধান দিবস উদযাপনের ধারণাটি আমাদের মাথায় এসেছিল এবং তারপর থেকে প্রতি বছর ২৬ নভেম্বর সংবধান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সকল দেশবাসীকে সংবিধান দিবসের শুভেচ্ছা।

মুম্বই হামলা ভুলতে পারিনি
প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে আমরা ২৬ নভেম্বর তারিখটি ভুলতে পারিনি। এই দিনে মুম্বইয়ে জঘন্য সন্ত্রাসী হামলা হয়। এই হামলা মুম্বই সহ গোটা দেশকে স্তম্ভিত করেছে। ভারতের এই আক্রমণ কাটিয়ে ওঠার ক্ষমতা আছে এবং এখন একই সাহসে সন্ত্রাসবাদকে দমন করছে। গোটা দেশ সেই সমস্ত পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানাচ্ছে, দেশ আজ তাদের স্মরণ করছে।

maan-ki-bat modi 26/11
Advertisment