Advertisment

ইসরোয় পৌঁছনোর আগে মোদীর বিরাট মহানুভবতা, কর্ণাটকের রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীকে কী অনুরোধ?

ইসরো বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঙ্গালুরু সফরের আগে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী হ্যাল বিমানবন্দরে তাঁকে গ্রহণ করার রীতি পালনে বিরোধী দলের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী শিবকুমারকে ঘুরিয়ে বাধা দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বলেছেন যে তিনি কর্ণাটকের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন বিমানবন্দরে না-আসার জন্য। কারণ তিনি চান না যে তাঁরা অত ভোরে আসার ঝামেলা পোহান। বহু দূর থেকে প্রধানমন্ত্রী বিমানে চেপে এসেছেন। চাঁদে চন্দ্রযান-৩ অভিযানে জড়িত ইসরো বিজ্ঞানীদের সঙ্গে আলাপ করতে তিনি গ্রিসের রাজধানী এথেন্স থেকে সরাসরি সকাল ৬টার দিকে বেঙ্গালুরুতে পৌঁছন।

Advertisment
publive-image
ইসরোতে মোদী (এক্সপ্রেস ফোটো)

হ্যাল বিমানবন্দরের বাইরে জড় হওয়া বিপুলসংখ্যক লোককে সম্বোধন করে প্রধানমন্ত্রী জানান যে যেহেতু তিনি এক দূরবর্তী স্থান (এথেন্স) থেকে আসছেন, তাই তিনি জানেন না যে এখানে কখন পৌঁছবেন। আর, সেই কারণেই রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী শিবকুমারকে অনুরোধ করেছিলেন, বিমানবন্দরে এসে তাঁকে অভ্যর্থনা জানানোর ঝামেলা না-পোহাতে। মোদী বলেন, 'এই কারণেই আমি তাঁদের অনুরোধ করেছিলাম যে আমি যখন আনুষ্ঠানিক সফর করি, তাঁরা অবশ্যই প্রোটোকল মেনে চলেন। এবারও তাঁরা সহযোগিতা করেছেন এবং আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।' একইসঙ্গে প্রধানমন্ত্রী উপস্থিত লোকেদের সম্বোধন করে জানান, ইসরো বিজ্ঞানীদের শ্রদ্ধা জানানোর পরে তিনি শীঘ্রই ফিরে যাবেন।

ইসরো বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঙ্গালুরু সফরের আগে, শুক্রবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছিলেন যে তিনি হ্যাল বিমানবন্দরে সিদ্দারামাইয়া ও শিবকুমারকে অভ্যর্থনা জানানোর রীতি পালন করতে বাধা দিয়েছেন। রমেশ অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী তাঁর আগে ইসরো বিজ্ঞানীদের অভিনন্দন জানানোয় সিদ্দারামাইয়া ও শিবকুমারের প্রতি বিরক্ত। মোদীর এই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে বাধা দেওয়া 'ক্ষুদ্র রাজনীতি' বলে অভিযোগ করেন শিবকুমার।

সিদ্দারামাইয়া বৃহস্পতিবারই ইসরোর কার্যালয় (ISTRAC)-এ মিশন অপারেশন কমপ্লেক্স পরিদর্শন করেছিলেন। চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের জন্য ইসরো প্রধান এস সোমানাথ ও তাঁর দলকে অভিনন্দন জানিয়েছিলেন। একইসঙ্গে সিদ্দারামাইয়া বলেছিলেন, 'কর্ণাটক সরকার আনুষ্ঠানিকভাবে বিধান সৌধের ব্যাঙ্কোয়েট হলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে তাঁদের (ইসরো বিজ্ঞানীদের) সম্মান জানাবে। কর্ণাটকের প্রায় ৫০০ বিজ্ঞানী এতে অংশ নেবেন। সেখানে ইসরো চেয়ারম্যান (এস) সোমানাথ ও তাঁর দলকে সম্মানিত করা হবে।'

আরও পড়ুন- এখন থেকেই চলছে ইসরোর পরবর্তী চন্দ্র অভিযানের ভাবনা, জানেন সেটা কী?

ভারত বুধবারই ইতিহাস রচনা করেছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৃতীয় চন্দ্রাভিযানের মহাকাশ যান চন্দ্রযান-৩-এর ল্যান্ডার মডিউল (এলএম) বিক্রম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের অজানা দক্ষিণ মেরুতে বিশ্বে প্রথমবার কোনও ল্যান্ডার পৌঁছল। এরসঙ্গে, চন্দ্রাভিযানে সফল অভিযানের বিচারে ভারত চতুর্থ দেশের গৌরবও অর্জন করেছে বুধবার।

ISRO Lunar Mission Chandrayaan 3
Advertisment