Advertisment

Gaganyaan Mission: 'গগনযান'-এ যাচ্ছেন কোন ৪ মহাকাশচারী? ঘোষণা মোদীর

Gaganyaan mission Names Of 4 Astronauts: 'গগনযান' মিশনকে 'ঐতিহাসিক মুহূর্ত' বলে দাবি করেছেন মোদী। তিনি বলেছেন, 'প্রতিটি দেশের ক্ষেত্রে এমন মুহূর্ত আসে, যেটা বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রেরণা জোগায়। আজ ভারতের ক্ষেত্রে সেরকমই একটা মুহূর্ত। আমাদের আজকের প্রজন্ম অত্যন্ত ভাগ্যবান, যাঁরা স্থলভূমি, জল, আকাশ এবং মহাকাশে ঐতিহাসিক কাজ করার সুযোগ পাচ্ছেন, সঙ্গে সাফল্যও।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi reveals names of 4 astronauts for Gaganyaan mission , গগনযান মিশন চার মহাকাশচারীর নাম ঘোষণা প্রধানমন্ত্রী মোদী

শুভাংশু শুক্লা, প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, অঙ্গদ প্রতাপ, এবং অজিত কৃষ্ণান গগনযানের চার মহাকাশচারী হিসেবে নির্বাচিত করা হয়েছেন।

Gaganyaan Mission PM Modi: 'গগনযান' মিশনের জন্য নির্বাচিত চার মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার পরিদর্শনের সময় চার মহাকাশতারীর নাম ঘোষমা করা হয়। বেঙ্গালুরুতে দীর্ঘদিনের প্রশিক্ষণের পরে 'গগনযান' মিশনের জন্য নির্বাচিত হয়েছেন, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। মঙ্গলবার এই চারজনের ডান বুকে 'অ্য়াস্ট্রোনোট উইং' পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisment

'গগনযান' মিশনকে 'ঐতিহাসিক মুহূর্ত' বলে দাবি করেছেন মোদী। তিনি বলেছেন, 'প্রতিটি দেশের ক্ষেত্রে এমন মুহূর্ত আসে, যেটা বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রেরণা জোগায়। আজ ভারতের ক্ষেত্রে সেরকমই একটা মুহূর্ত। আমাদের আজকের প্রজন্ম অত্যন্ত ভাগ্যবান, যাঁরা স্থলভূমি, জল, আকাশ এবং মহাকাশে ঐতিহাসিক কাজ করার সুযোগ পাচ্ছেন, সঙ্গে সাফল্যও। কয়েকদিন আগে আমি অযোধ্যায় বলেছিলাম যে নতুন কালচক্র শুরু হচ্ছে। যখন বিশ্বে নিজের গুরুত্ব আরও বাড়াচ্ছে ভারত। যা আমাদের মহাকাশের কর্মসূচিতেও ফুটে উঠছে।'

ইসরোর তরফে খবর, ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথভাবে টেস্ট পাইলটদের থেকে মহাকাশচারীদের বেছে নিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা। যে টেস্ট পাইলটদের বেছে নেওয়া হয়েছিল, তাঁদের ক্লিনিকাল, এরোমেডিক্যাল এবং সাইকোলজিকাল পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ভিত্তিতে ভারতীয় বায়ুসেনার চারজন টেস্ট পাইলটের নাম সুপারিশ করে ন্যাশনাল ক্রু সিলেকশন বোর্ড। তারপর ওই চারজন ১৩ মাস রাশিয়ায় ট্রেনিং করেছেন। প্রশিক্ষণ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা 'নাসা'ও। মহাকাশে কীভাবে থাকতে হবে, বরফের মধ্যে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, মরুভূমিতে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, জলে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, এসবের প্রশিক্ষণ দেওয়া হয় তাঁদের। দেশে ফিরে সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ হয়েছে। শারীরিক প্রশিক্ষণ করেছেন। বিশেষ ধরনের যোগও করেছেন এই চারজন।

'গগনযান' মিশন ৩ দিনের মিশনের জন্য পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে একটি কক্ষপথে মহাকাশচারীদের উৎক্ষেপণের মাধ্যমে ভারতের মানব মহাকাশযান ক্ষমতা প্রদর্শন করবে। এরপরে, ভারতীয় সমুদ্রের জলে অবতরণের মাধ্যমে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে।

PM Narendra Modi ISRO modi PM Modi
Advertisment