ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া ৩ হাজার ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে শনিবার পর্যালোচনা বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড ১৯ মোকাবিলায় শনিবার বৈঠকে গোটা দেশের সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় হাসপাতাল, আইসোলেশন, কোয়ারেন্টাইনের ব্য়বস্থা নিয়ে মোদী আলোচনা করেন বলে প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইট বার্তায় জানানো হয়েছে।
করোনা পরিস্থিতিতে পিপিই, মাস্ক, গ্লাভস, ভেন্টিলেটরের ব্য়বস্থা যাতে যথাযথভাবে করা হয়, সে ব্য়াপারে সংশ্লিষ্ট আধিকারিকদের এদিন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য়, এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, পিপিই, এন ৯৫ মাস্কের কোনও ঘাটতি নেই দেশে।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ভারতে কোভিড-১৯ পজেটিভ ২,৯০২ জন। এর মধ্যে ১৮৩ জন সুস্থ হয়ে গিয়েছেন। মৃত ৬৮। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ পজিটিভ সংক্রমের হার সবচেয়ে বেশি। আক্রান্ত হয়েছেন ৪৭৮ জন।
এই পরিস্থিতিতে শুক্রবার সকালে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেনন, ''৫ই এপ্রিল রবিবার রাত ৯টায় আমি আপনাদের থেকে ৯ মিনিট চাইছি। ওই সময়ে বাড়ির সব আলো বন্ধ করে ঘরে বা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালান। এতেই মহাশক্তির প্রকাশ ঘটবে। ওই শক্তির দ্বারাই প্রকাশ পাবে যে আমরা কেউ একা নই, সবাই একসঙ্গে রয়েছি”।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন