Advertisment

PM Modi Russia Visit: আন্তর্জাতিক রাজনীতিতে ফের রাশিয়া-ঘেঁষা নয়াদিল্লি? 'ভারতের সব সময়ের বন্ধু', মস্কোকে বিরাট স্বীকৃতি মোদীর

‘India’s all-weather friend’: ভারত-রাশিয়া, এই দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi, Russia, মোদী, রাশিয়া,

Modi-Russia: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিচ্ছেন। (ছবি: ইউটিউব ভিডিও থেকে স্ক্রিনগ্র্যাব)

PM Modi Russia Visit Updates: আন্তর্জাতিক রাজনীতিতে ভারত কি ক্রমশই ফের রাশিয়ার দিকে ঝুঁকছে। বিশ্ব রাজনীতিতে ঠান্ডা যুদ্ধের সময় ভারত ছিল রাশিয়াপন্থী। তবে, সেটা সোভিয়েত রাশিয়া। মধ্যে রাশিয়ার বিরোধী আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক উল্লেখযোগ্য জায়গা পেয়েছিল। এবার, ফের কি পুরোনো বন্ধুকেই নির্ভরযোগ্য মনে করছে নয়াদিল্লি? এই প্রশ্ন ওঠার বিশেষ কারণ, সম্প্রতি এক মার্কিন রাজনীতিবিদ মন্তব্য করেছেন, চিনের বিরোধিতা ছাড়া ভারত এবং আমেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিশেষ কারণ নেই। তারই মধ্যে খালিস্তানি সন্ত্রাসবাদীকে আমেরিকার মদত ইস্যুতে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া সফরে মঙ্গলবার মোদী মস্কোকে বিরাট স্বীকৃতি দিয়েছেন। তিনি রাশিয়াকে ভারতের, 'সব সময়ের বন্ধু' বলে স্থানীয় ভারতীয়দের সভায় উল্লেখ করেছেন।

Advertisment

রাশিয়ায় মোদী যা বলেছেন

তাঁর দুদিনের এই রাশিয়া সফরে, প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসী ভারতীয়রা তাঁর উদ্দেশ্যে 'মোদী-মোদী' স্লোগান দিয়েছেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে, ভারত-রাশিয়ার সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বের প্রশংসা করেন মোদী। তিনি বলেন, 'এখনও পর্যন্ত আমরা ১৭ বার একে অপরের সঙ্গে দেখা করেছি। এই সমস্ত বৈঠক আমাদের মধ্যে বিশ্বাস এবং সম্মান বৃদ্ধি করেছে।' প্রধানমন্ত্রী রাশিয়ায় ভারতের দুটি নতুন দূতাবাস খোলার কথাও ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই দূতাবাসগুলো ভারত-রাশিয়ার মধ্যে সম্পর্ক বৃদ্ধি করবে। দুই দেশের বাণিজ্যকে আরও সাবলীল করবে।'

ইতিমধ্যে পুতিনের সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রী মোদী সরকারিভাবে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার আগে 'ব্যক্তিগত'ভাবে মস্কোর কাছে নভো-ওগারিওভোতে পুতিনের সরকারি বাসভবনে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদী এর আগে ভ্লাদিমির পুতিনকে নিজের 'বন্ধু' বলেছিলেন। তিনি আরও জানান, তাঁরা উভয়েই 'একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চল চান।'

Putin, Modi, পুতিন, মোদী,
Putin-Modi: ২০২১ সালে পুতিনের সঙ্গে মোদী। (ফাইল ছবি)

ইউক্রেন আক্রমণের পর প্রথম সফর

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এটাই মোদীর প্রথম রাশিয়া সফর। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) ৩২টি দেশের নেতারা ৯-১১ জুলাই, ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর ৭৫ বছর উদযাপনের জন্য জড় হয়েছেন। সেই সময় ন্যাটোর বিরোধী রাশিয়াকে সফর করার জন্য মোদী বেছে নিয়েছেন।

জেলেনস্কির বিরোধিতা

যথারীতি মোদীর রাশিয়া সফরের তীব্র বিরোধিতা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, 'আজ ইউক্রেনে রাশিয়ার নৃশংস ক্ষেপণাস্ত্র হামলার ফলে ৩৭ জন নিহত হয়েছেন। যার মধ্যে তিন জন শিশু। এছাড়াও এই ঘটনায় ১৩ জন শিশু-সহ ১৭০ জন আহত হয়েছেন। একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বৃহত্তম শিশু হাসপাতালের ওপর আছড়ে পড়েছে। ওই হাসপাতালে ক্যানসার রোগীদের চিকিৎসা চলছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে হাসপাতালটি ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন অনেকে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে এমন একটি দিনে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করতে দেখে সত্যিই হতাশ। এটা শান্তি প্রচেষ্টার ওপর এক বড় আঘাত।'

আরও পড়ুন- হাথরস-কাণ্ডে প্রশাসনের আগাপাশতলা জড়িয়ে? সিটের রিপোর্টের পরই তোলপাড়, তীব্র চাঞ্চল্য

মোদী পুতিনকে বলেছেন

জেলেনস্কির এই সমালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে যুদ্ধ, সংঘাত বা সন্ত্রাসী হামলায় নিষ্পাপ শিশুদের মৃত্যু, 'খুবই বেদনাদায়ক'। ইউক্রেনের অভিযোগ, কিয়েভের প্রধান শিশু হাসপাতালে মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মস্কো অবশ্য ইউক্রেনের রাজধানীতে শিশু হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তার প্রেক্ষিতে মোদী পুতিনকে বলেছেন, 'ইউক্রেন যুদ্ধের সমাধান এবং শাস্তি, যুদ্ধের ময়দানে নয়। আলোচনার মধ্যে খুঁজে নিতে হবে।'

Vladimir Putin Indo-Russian Relationship narendra modi India russia
Advertisment