করোনা মোকাবিলায় দেশে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে, সর্বদল বৈঠকে এমন ইঙ্গিতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন বলে খবর। বিজেডি নেতা পিনাকি মিশ্রকে উদ্ধৃত করে সংবাদংস্থা পিটিআই জানিয়েছে, ''এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী কার্যত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, একবারে লকডাউন তোলা হবে না। তিনি এও বলেছেন যে, প্রাক করোনা ও করোনা পরবর্তী সময় এক নয়''। উল্লেখ্য়, করোনা মোকাবিলায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে।
মঙ্গলবার সরকারি সূত্রে জানা গিয়েছিল, করোনা মোকাবিলায় দেশে লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে। উল্লেখ্য়, ভাইরাস রুখতে লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে বেশ কয়েকটি রাজ্য়। এ প্রসঙ্গে সরকারের এক সূত্র জানিয়েছিলেন, ”লকডাউন বাড়ানোর জন্য় একাধিক রাজ্য় আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে। এমনকি, বিশেষজ্ঞরাও লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন। এই মুহূর্তে কেন্দ্র সরকার এ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে”।
আরও পড়ুন: Corona Lockdown Situation Live Updates: করোনায় নয়ডা-সহ উত্তর প্রদেশের ১৫টি জেলা সিল করা হচ্ছে
জানা গিয়েছে, এখনও পর্যন্ত কমপক্ষে ৭টি রাজ্য় লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছে মোদী সরকারের কাছে। ওই রাজ্য়গুলিতে করোনা আক্রান্তের সংখ্য়া মোট ১৩৬৭।
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে এ দেশে ৫১৯৪ জন করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। করোনা মুক্ত হয়েছেন ৪০১ জন। মহারাষ্ট্রে করোনা আক্রন্তের সংখ্যা হাজার পেরিয়েছে। এরপরই রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। অত্যবশ্যকীয় পণ্যের যোগান নিশ্চিত করতে রাজ্যগুলিকে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মজুতদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন