Advertisment

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স পুনর্বিবেচনা করা হবে: প্রধানমন্ত্রী মোদী

এ জন্য একটি কমিটি গঠনের কথা বলেন তিনি। জানান এই কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর কেন্দ্রীয় সরকার উপযুক্ত সিদ্ধান্ত নেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রধানমন্ত্রী মোদী।

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স পুনর্বিবেচনা করবে তাঁর সরকার। লাল কেল্লায় দাঁড়িয়ে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গেই মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স পুনর্বিবেচনা একটি কমিটি গঠনের কথা বলেন তিনি। জানান এই কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর কেন্দ্রীয় সরকার উপযুক্ত সিদ্ধান্ত নেবে।

Advertisment

বেতন সহ ছয় মাস মাতৃত্বকালীন ছুটি সহ তাঁর সরকার মহিলাদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছে বলে এদিন ৭৪তম স্বাধীনতা দিবসের ভাষণে দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। তাৎক্ষণীক তিন তালাক রদ আইনের মাধ্যমে মুসলমান মহিলারা প্রকৃত অর্থেই মুক্তির স্বাদ পেয়েছেন বলে জানান তিনি। এই পদক্ষেপ তাঁর সরকারের অন্যতম বড় ও সফল সিদ্ধান্ত বলেও জানান মোদী। তাঁর কথায়, ' স্বনিযুক্ত ও নিয়োগের ক্ষেত্রে মহিলাদের সমতার ভিত্তিতে সুযোগ দিতে সংকল্পবদ্ধ দেশ। এখন মহিলারা কয়লা খনিতে কাজ করছেন, আমাদের কন্যারা যুদ্ধবিমান চালিয়ে আকাশ স্পর্শ করছেন। বর্তমানে পুরুষ ও মহিলার মধ্যে অন্তর নেই।'

'৪০ কোটি জনধন অ্যাকাউন্টের মধ্যে ২২ কোটিই মহিলাদের। করোনা আবহেও কেন্দ্র ৩০ হাজার কোটি উপভোক্তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। যাঁরা মুদ্রা লোনের সুবিধা পেয়েছেন তাঁদের অধিকাংশই মহিলা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও একই কথা বলা যায়। মহিসাদের স্বাস্থ্য উন্নয়নে কেন্দ্র বেশ কিছু পদক্ষেপের কথা বিবেচনা করেছে।' এদিন ভাষণে জানান প্রধানমন্ত্রী।

মোদী এদিন জানিয়েছেন যে, এক টাকা মূল্যে স্যানিটারি প্যাড চৈরি করা হচ্ছে এবং এর ফলে দেসের পাঁচ কোটি মহিলা উপকৃত হচ্ছন।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

modi WOMEN
Advertisment