সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ বৈঠকে মঙ্গলবার পাকিস্তানকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সামনেই তিনি প্রতিবেশী এই দেশকে ভারতে সন্ত্রাস চালানোর দায়ে অভিযুক্ত করলেন। শুধু ভারতই নয়, সীমান্তপারের সন্ত্রাসে মদত দেওয়া পাকিস্তানের নীতি- এই অভিযোগও আনলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, সন্ত্রাসবাদ আঞ্চলিক এবং বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে। যার বিরুদ্ধে সদস্য দেশগুলোকে লড়াই করতে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী পাকিস্তানের মত সন্ত্রাসের সমর্থনকারী দেশগুলোর নিন্দা করতে দ্বিধা না-করার জন্য এসসিওর সদস্য দেশগুলোর কাছে আহ্বান জানান।
আফগানিস্তান ইস্যুতে আহ্বান
তিনি বলেন, 'কিছু দেশ তাদের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।' পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদতদান ইস্যুতে বলতে গিয়ে প্রধানমন্ত্রী টেনে আনেন আফগানিস্তানের প্রসঙ্গও। তিনি 'আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বলেন যে প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের স্থিতিশীলতা নষ্টে চেষ্টা চালাচ্ছে। সেটা করতে দেওয়া উচিত নয়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী সদস্য দেশগুলোকে আফগানিস্তানের কল্যাণে কাজ করার জন্য এবং আফগানিস্তানের বাসিন্দাদের মানবিক সহায়তা প্রদানের জন্য এসসিও সদস্যদের কাছে আহ্বান জানান।
আরও পড়ুন- সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা-অগ্নিসংযোগ, শেষ পর্যন্ত মুখ খুলল বাইডেন প্রশাসন
ইউরেশিয়া অঞ্চলের সঙ্গে সম্পর্ক
'সাংহাই সহযোগিতা সংস্থা' (এসসিও)-র চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী বলেন, 'ভারত বহুমুখী সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে।' এসসিও সম্মেলনে মোদীর পাশাপাশি, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে ইউরেশিয়া অঞ্চলের সঙ্গে ভারতের কয়েক হাজার বছরের পুরনো সম্পর্ক ভাগ করা ঐতিহ্যেরই জীবন্ত সাক্ষ্য। মোদী দাবি করেন, 'গত দুই দশকে এসসিও সমগ্র ইউরেশিয়া অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে।'