আফ্রিকান ইউনিয়নকে জি২০-র স্থায়ী সদস্য করা হোক,' উদ্বোধনী ভাষণে বললেন মোদী। পাশাপাশি ‘সবকা সাথ, সবকা বিকাশ’মন্ত্রে এগিয়ে চলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে বিশ্বব্যপী সংকটের কথা উল্লেখ করে মোদী বলেন, ‘আমরা যদি করোনাকে হারাতে পারি, তাহলে এই সঙ্কটও আমরা কাটিয়ে উঠতে পারব’।
ভারতে শুরু হল জি ২০ শীর্ষ সম্মেলন। শুরুতেই উদ্বোধনী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী বক্তৃতায়, প্রধানমন্ত্রী মোদী প্রথমে মরক্কোতে ভূমিকম্পে শোক প্রকাশ করেন। তিনি বলেন, আড়াই হাজার বছর আগে ভারতভূমি সমগ্র বিশ্বকে এই বার্তা দিয়েছিল যে, সর্বদা মানবতার কল্যাণ ও সুখ নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে মোদী বলেন, ভারত গ্লোবাল সাউথের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, 'আফ্রিকান ইউনিয়নকে জি-২০-এর স্থায়ী সদস্যপদ দেওয়া উচিত। আপনাদের সকলের সম্মতিতে পরবর্তী পদক্ষেপ শুরু করার আগে আমি আফ্রিকান ইউনিয়নকে সদস্য হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি'। পাশাপাশি মোদী বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস এর মন্ত্র আমাদের সকলের জন্য পথপ্রদর্শক হয়ে উঠতে পারে। ভারতের G20 প্রেসিডেন্সি দেশের ভিতরে এবং বাইরে ‘সবকা সাথের’ প্রতীক হয়ে উঠেছে।
দিল্লিতে আজ থেকে শুরু হয়েছে ২ দিনের G20 শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী মোদির বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রীর আসনের সামনে বসানো টেমপ্লেটে দেশের নাম ইন্ডিয়ার বদলে লেখা রয়েছে ‘ভারত’। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি টুইটারে লিখেছেন, "আশা ও বিশ্বাসের নতুন নাম – ‘ভারত’।"