করোনা আবহে আবারও 'বন্ধু' ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার তিনি কথা বলেছেন বলে টুইট করে জানিয়েছেন মোদী। জি ৭ ক্লাবে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। উল্লেখ্য়, জি ৭ সম্মেলনে প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এবার, জি ৭ সম্মেলনের আয়োজক দেশ আমেরিকা।
এদিন, টুইটারে মোদী লিখেছেন, ''বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দারুণ কথা হল। জি ৭ নিয়ে তাঁর পরিকল্পনার ব্য়াপারে আলোচনা হয়েছে। এছাড়াও কোভিড ১৯ পরিস্থিতি ও আরও অনেক বিষয়ে কথা হয়েছে''। মোদী আরও লিখেছেন, ''ভারত-মার্কিন পরামর্শের গভীরতা করোনা পরবর্তী দুনিয়ায় গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে থাকবে''।
জানা যাচ্ছে, ভারত-চিন সীমান্ত সমস্য়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও মোদী ও ট্রাম্পের মধ্য়ে কথা হয়েছে। উল্লেখ্য়, ভারত-চিন সীমান্তে বিবাদ মেটাতে ক'দিন আগেই মধ্য়স্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: আমেরিকায় অব্যাহত বিক্ষোভ, সেনাবাহিনী নামানোর হুমকি ট্রাম্পের
এদিকে, জি ৭ ক্লাবে ভারতকে অন্তর্ভুক্তি করতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াকে এই গ্রুপে অন্তর্ভুক্তি করতে চান তিনি। তবে, স্থায়ীভাবে তা করা হবে কিনা তা স্পষ্ট নয়। বর্তমানে জি ৭ ক্লাবে রয়েছে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, কানাডা ও জাপান। এর আগে, জি ৭-কে জি ১০ বা জি ১১ নামে ডাকা হোক বলে প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। চলতি বছরের সেপ্টেম্বর বা নভেম্বরে সম্মেলনের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
জানা যাচ্ছে, এদিন ফের ফোনে মোদীকে জি ৭ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, প্রস্তাবিত সম্মেলনের সাফল্য়ের লক্ষ্য়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য়ান্য় দেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। অন্য়দিকে, আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্য়ু ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছেন নমো।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন