Advertisment

Modi Trump Talk: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা মোদীর, দীর্ঘ আলোচনায় কোন কোন বিষয়ে বিশেষ নজর?

Modi Trump Talk: ২০ জানুয়ারি দ্বিতীয়বারে জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই একের পর বড় সিদ্ধান্তে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। এর মাঝে গতকাল ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi Trump Talk

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা মোদীর, দীর্ঘ আলোচনায় কোন কোন বিষয়ে বিশেষ নজর? Photograph: (ফাইল)

Modi Trump Talk:২০ জানুয়ারি দ্বিতীয়বারে জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই  একের পর বড় সিদ্ধান্তে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। এর মাঝে গতকাল ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের। দুই রাষ্ট্রনায়কের আলোচনায় উঠে এসেছে একাধিক বিষয়। 

Advertisment

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে  ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উভয় নেতাই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে আরও উন্নত করার একাধিক উপায় নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প নিজেই প্রধানমন্ত্রী মোদীর সাথে তার কথোপকথনের বিষয়টি প্রকাশ্যে আসে। দ্বিতীয় মেয়াদে মার্কন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল মোদীর সঙ্গে ট্রাম্পের প্রথম কথোপকথন।

প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সংকল্প করেছেন। প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আমার প্রিয় বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে খুবই ভাল লাগছে । ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। আমরা পারস্পরিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের সম্পর্ককে আরো উন্নত করতে আমরা একসাথে কাজ করব। আমাদের জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে বদ্ধ পরিকর"। 

Advertisment

মোদী ও ট্রাম্পের মধ্যে কথায় উঠে আসে প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়। ভারত-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একাধিক উপায় নিয়েও এদিন দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়। পশ্চিম এশিয়া এবং ইউক্রেনের পরিস্থিতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেছেন মোদী-ট্রাম্প। বিশ্বব্যাপী শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দুই রাষ্ট্র নায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে আমেরিকা সফর করতে পারেন। সোমবার আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলার পর বিষয়টি প্রকাশ্যে আসে। 

Donald Trump modi
Advertisment