/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/ie-Untitled-2024-03-20T155331.474.jpeg)
দু'জন দু'দেশের মধ্যে 'বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব' জোরদার করার বিষয়ে কথা বলেছেন। ফাইল ছবি
পঞ্চমবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। ফোনে পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পঞ্চমবারের মতো রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারত ও রাশিয়ার মধ্যে কূটনীতি এবং কৌশলগত অংশীদারিত্বের মতো বিষয় নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
এক্স-এ(প্রাক্তন টুইটার) পুতিনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছে। পঞ্চমবারের জন্য প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য পুতিনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি ভারত-রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে জোরদার করার নানান উপায় নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। এ জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তিও হয়েছে।
একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করার সময়, প্রধানমন্ত্রী মোদী সংলাপ এবং কূটনীতির পক্ষে ভারতের ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেন ।
এসবের মধ্যেই ভারতে আসছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবাও। চলতি মাসের শেষের দিকে তিনি ভারতে আসতে পারেন। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর এই প্রথম ইউক্রেনের বিদেশমন্ত্রী ভারত সফর করবেন।