পঞ্চমবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। ফোনে পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পঞ্চমবারের মতো রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারত ও রাশিয়ার মধ্যে কূটনীতি এবং কৌশলগত অংশীদারিত্বের মতো বিষয় নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
এক্স-এ(প্রাক্তন টুইটার) পুতিনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছে। পঞ্চমবারের জন্য প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য পুতিনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি ভারত-রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে জোরদার করার নানান উপায় নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। এ জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তিও হয়েছে।
একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করার সময়, প্রধানমন্ত্রী মোদী সংলাপ এবং কূটনীতির পক্ষে ভারতের ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেন ।
এসবের মধ্যেই ভারতে আসছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবাও। চলতি মাসের শেষের দিকে তিনি ভারতে আসতে পারেন। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর এই প্রথম ইউক্রেনের বিদেশমন্ত্রী ভারত সফর করবেন।