বায়ুসেনার পোশাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চড়লেন যুদ্ধবিমান তেজসে। চক্কর কাটলেন বেঙ্গালুরুর আকাশে। যা ইতিমধ্যেই ভাইরাল। শেষে নিজের অভিজ্ঞতা এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন নমো।
Advertisment
শনিবার সকালে বেঙ্গালুরুতে রাষ্ট্রায়াত্ত সংস্থা হিন্দুস্তান এ্যারোনটিক্স লিমিটেডের দফতরে হাজির হন প্রধানমন্ত্রী মোদী। যুদ্ধবিমান নির্মাণ সংক্রান্ত খুঁটিনাটি বিষয় ঘুরে দেখেন তিনি। এরপর বায়ুসেনার পাইলটের পোশাকে আবির্ভূত হন নমো। হেলমেট হাতে এগিয়ে আসেন রানওয়ে দিয়ে। এরপর চড়েন তেজস যুদ্ধবিমানে।
ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনার ব্যবহৃত যুদ্ধবিমান তেজস এক আসনের হয়ে থাকে। কিন্তু এদিন প্রধানমন্ত্রী যে বিমানটিতে চাপেছিলেন সেটি ছিল দুই আসনের। প্রশিক্ষণের ক্ষেত্রে সেটি ব্যবহার করা হয়ে তাকে। প্রদানমন্ত্রী বসেছিলেন পিছনের আসনে। চালকের আসনে ছিলেন প্রশিক্ষিত পাইলট। ক্যামেরার দিকে থাকিয়ে থামস আপ দেখান মোদী। তারপরই আকাশে উড়ে যায় তেজস। ওই যুদ্ধবিমানটি চক্কর কাটে বেঙ্গালুরুর আকাশে।
বেশ কিছুক্ষণ উড়ন্ত যুদ্ধবিমানে কাটিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শোয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলারে লিখেছেন, 'সফলভাবে তেজসে একটি যাত্রা সম্পন্ন করলাম। অভিজ্ঞতাটি অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ করেছে, দেশীয় প্রযুক্তিতে নিজেদের ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাস বাড়ল। দেশের সম্ভাবনা নিয়ে আবারও গর্ব অনুভব করছি, ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী আমি।'