/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/cats-62.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সঙ্গে নিজের চিন্তা-ভাবনা ভাগ করে নেবেন। এটি ২০২৩ সালের ‘মন কি বাত’ অনুষ্ঠানের প্রথম পর্ব, সকাল ১১ টায় সরাসরি সম্প্রচার করা হবে ‘মন কি বাত’ অনুষ্ঠান। বছরের প্রথম পর্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সঙ্গে নতুন ভারতের অগ্রগতি সম্পর্কে তাঁর চিন্তা-ভাবনা, মতামত ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে তার ভাবনাও এই পর্বে দেশবাসীর সামনে তুলে ধরবেন। আজ ‘মন কি বাত’ এর ৯৭ তম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে সকাল ১১ টায়।
মাসের শেষ রবিবার, ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী দেশ ও বিশ্বের অনেক কিছু দেশবাসীর সামনে তুলে ধরেন। ২০২২ সালের শেষ অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী মোদী পরিবেশ সম্পর্কিত বিষয়গুলি উল্লেখ করেছিলেন। এর পাশাপাশি আরও অনেক বিষয়ে তিনি তার বক্তব্য রাখেন। এই সময় প্রধানমন্ত্রী মোদী করোনা মহামারী বৃদ্ধির কথা উল্লেখ করে মানুষকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছিলেন। এর পাশাপাশি নতুন বছরের অগ্রগতির বিষয়গুলি দেশবাসীর কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
Don't miss this year's first episode of PM Shri @narendramodi's Mann Ki Baat!
Listen Live:https://t.co/ZFyEVldUYKhttps://t.co/vpP0MInUi4https://t.co/lcXkSnNPDnhttps://t.co/4XQ2GzqK1Npic.twitter.com/mLHFoMGjU6— BJP (@BJP4India) January 28, 2023
একই সময়ে, চলতি বছরের এপ্রিলেই ‘মন কি বাত অনুষ্ঠানের’ ১০০ তম পর্ব অনুষ্ঠিত হবে। এই পর্বের জন্য কেন্দ্রীয় সরকার লোগো এবং জিঙ্গেল তৈরির প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতাটি ১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে, যার জন্য মানুষজন তাদের লোগো এবং জিঙ্গেল জমা দেওয়ার কাজ শুরু করেছে। জমা দেওয়ার শেষ তারিখ ১লা ফেব্রুয়ারি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য, আপনি সহজেই আবেদন করতে এবং জমা দিতে পারেন mygov.in-এ।