Advertisment

কোভিড শঙ্কা, আজ বিকেলে জরুরি পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

দেশজুড়ে কোভিড সুনামি। ঊর্ধ্বমুখী ওমিক্রনের থাবাও। ফলে উদ্বেগ বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
modis speech at matua dharma maha mela 2022

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশজুড়ে কোভিড সুনামি। ঊর্ধ্বমুখী ওমিক্রনের থাবাও। ফলে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বিকেল সাড়ে চারটেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য সহ উচ্চ পদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisment

এর আগে, কোভিড পরিস্থিতি নিয়ে গত ২৪ ডিসেম্বর পর্যালোচনা বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। ওই বৈঠক থেকে প্রশাসনকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু, এর কয়েক দিন পর থেকেই হু হু করে মাথাচাড়া দেয় সংক্রমণের গতি। বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার। স্পষ্ট যে চোখ রাঙাচ্ছে কোভিড। চলছে করোনার তৃতীয় ঢেউ। সংক্রমিত চিকিৎসক থেকে একের পর এক করোনা যোদ্ধা। এই পরিস্থিতিতে পর্যালোচনা বৈঠক করে সর্বক্ষেত্রের হালহকিকত জানতে বৈঠেক ডাক দিয়েছেন মোদী। কীভাবে এই অবস্থার মোকাবিলা হবে তা আলোচনা আগ্রাধিকার পেতে পারে।

পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহ আগে আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজারের কিছু বেশি। কিন্তু সংক্রমণের হার বাড়ছে রমরমিয়ে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার।

ছুটির দিনে প্রধানমন্ত্রীর কোভিড পর্যালোচনা বৈঠক। অনেকেই মনে করছেন এর অন্য গুরুত্ব রয়েছে। হতে পারে আজই বৈঠক শেষে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করতে পারে।

Read in English

Corona in India modi PM Modi corona Omicron india
Advertisment