Advertisment

যাত্রী স্বাচ্ছন্দ্যে বিপ্লব! দেশ জুড়ে আজই ৯টি বন্দে-ভারত ট্রেনের শুভ সূচনা মোদীর, বাংলাকে বাড়তি সুবিধা?

বন্দে ভারত ট্রেন কোন ৯ টি রুটে চলবে?

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi,Vande Bharat Express,Video Conferencing, High Speed Trains, Prime Minister Narendra Modi,Vande Bharat trains,South Central Railways,vande Bharat Express trains,vande bharat trains festival season,vande bharat price, rime minister narendra modi,Semi High Speed Train,Vande Bharat Express,Vande Bharat Train

আজ ১১ টি রাজ্যকে ৯ টি বন্দে ভারত ট্রেন উপহার দেবেন প্রধানমন্ত্রী মোদী

আজ ১১ টি রাজ্যকে ৯ টি বন্দে ভারত ট্রেন উপহার দেবেন প্রধানমন্ত্রী মোদী, জানুন কোথা থেকে এই ট্রেনগুলি চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যকে ৯টি বন্দে ভারত ট্রেন উপহার দিতে চলেছেন। এর মধ্যে রয়েছে রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা সহ ১১টি রাজ্য।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২.৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯টি বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা করতে চলেছেন। মোট ১১টি রাজ্যকে ৯টি সেলি হাইস্পিড ট্রেন উপহার দিতে চলেছেন মোদী।

তালিকায় কোন কোন রাজ্য?  

তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাট সহ ১১ টি রাজ্য পেতে চলেছে মেক ইন ইন্ডিয়ার অধীনে সেলি হাই স্পিড ট্রেন উপহার।  হাওড়া এবং তামিলনাড়ুর চেন্নাই পেতে চলেছে ২টি বন্দে ভারত ট্রেন।  

বন্দে ভারত ট্রেন কোন ৯ টি রুটে চলবে?

বন্দে ভারত ট্রেনের প্রথম রুট হল তিরুনেলভেলি-চেন্নাই। মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন।

দ্বিতীয় ট্রেনটি রৌরকেলা-পুরীর মধ্যে চলবে। এই ট্রেনটি ৭ ঘণ্টা ৪৫ মিনিটে ৫০৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

তৃতীয় রুটটি হায়দ্রাবাদ-ব্যাঙ্গালোরের মধ্যে, যেখানে বন্দে ভারত ট্রেন চালু হতে চলেছে। এই ট্রেনটি 8 ঘন্টা 50 মিনিটে ৬১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

চতুর্থ রুট চেন্নাই এবং বিজয়ওয়াড়ার মধ্যে। সময় লাগবে ৬.৪০ ঘণ্টা।  

পঞ্চম রুটটি রাঁচি এবং হাওড়ার মধ্যে, ৬.৩০ ঘন্টায় ৫৩৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

ষষ্ঠ রুটে বন্দে ভারত ট্রেন চলবে পাটনা-হাওড়ার মধ্যে।  ট্রেনটি সাড়ে ৬ ঘন্টায় ৫৩০ কিলোমিটার দুরত্ব কভার করবে।

সপ্তম ট্রেন উপহার পেতে চলেছে রাজস্থান। এই বন্দে ভারত ট্রেনটি উদয়পুর থেকে আজমির হয়ে জয়পুর যাবে।

অষ্টম ট্রেনটি কাসারগোড-তিরুবনন্তপুরমের মধ্যে চলবে, আর নবম ট্রেনটি জামনগর-আমেদাবাদের মধ্যে চলবে।

এই ৯ টি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সঙ্গে সঙ্গে এই সকল অঞ্চলে যোগাযোগের খেত্রে আমূল উন্নতির পাশাপাশি ধর্মীয় স্থানগুলিতে পর্যটকরা আরও বেশি উপকৃত হবেন। শুধু তাই নয়, এই ট্রেনটি অনেক রুটে ভ্রমণের সময় ২ থেকে ৩ ঘণ্টা কমিয়ে যাত্রীস্বাছন্দ্যে এক নড়া মোড় আনবে।

Vande Bharat modi
Advertisment