সামনেই নির্বাচন। আর তার আগেই দেশবাসীকে আজ একসঙ্গে নয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর সাড়ে ১২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনগুলির শুভ সূচনা করেন তিনি। রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাট এই সকল রাজ্যে মোট ৯ টি বন্দে ভারত ট্রেন উপহার দিলেন মোদী। এর ফলে দেশজুড়ে মোট বন্দে ভারত ট্রেনের সংখ্যা বেড়ে হল ৩৪। মোদী বলেছেন, এই সকল বন্দে ভারত ট্রেনের মাধ্যমে পর্যটনে এক বিপ্লব আসতে চলেছে।
প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনগুলির শুভ সূচনা করেন। ১১ টি রাজ্যের ধর্মীয় এবং পর্যটন স্থানগুলিকে সংযুক্ত করবে এই ট্রেন। নতুন বন্দে ভারত ট্রেনে ভ্রমণের দুরত্ব কমে আসতে চলেছে ২ থেকে ৩ ঘণ্টা। দেশে রেল যোগাযোগ ব্যবস্থাকে ঢালাও করে সাজাতে তৎপর মোদী সরকার।
অনেক রাজ্যে ইতিমধ্যেই চলছে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এখন লক্ষ্য ট্রেনের সংখ্যা বাড়ানো। এই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯টি নতুন বন্দে ভারত ট্রেনের ‘ফ্ল্যাগ অফ’ করলেন। আজ দুপুর সাড়ে ১২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দে ভারত ট্রেনগুলি চালু করেন প্রধানমন্ত্রী। ১১ টি রাজ্যের ধর্মীয় এবং পর্যটন স্থানগুলিকে সংযুক্ত করবে।
কোন কোন রাজ্য পেল বন্দে ভারত ট্রেন
রাজস্থান
তামিলনাড়ু
তেলেঙ্গানা
অন্ধ্র প্রদেশ
কর্ণাটক
বিহার
পশ্চিমবঙ্গ
কেরল
ওড়িশা
ঝাড়খণ্ড
গুজরাট
কোন রুটে চলবে বন্দে ভারত ট্রেন
উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস (রাজস্থান)
হায়দ্রাবাদ-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস (তেলেঙ্গানা এবং কর্ণাটক)
পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (বিহার ও পশ্চিমবঙ্গ)
রাউরকেলা-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (ওড়িশা)
জামনগর-আমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস (গুজরাট)
রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (ঝাড়খণ্ড ও বাংলা)
তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস (তামিলনাড়ু)
বিজয়ওয়াড়া-রেনিগুন্টা-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস (অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু)
কাসারগোদ-তিরুবনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস (কেরল)
এই ৯ টি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সঙ্গে সঙ্গে এই সকল অঞ্চলে যোগাযোগের খেত্রে আমূল উন্নতির পাশাপাশি ধর্মীয় স্থানগুলিতে পর্যটকরা আরও বেশি উপকৃত হবেন। শুধু তাই নয়, এই ট্রেনটি অনেক রুটে ভ্রমণের সময় ২ থেকে ৩ ঘণ্টা কমিয়ে যাত্রীস্বাছন্দ্যে এক নড়া মোড় আনবে।