/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/PM-Cms-conference-Lockdown-extention.jpg)
১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। সেই দিনই শেষ হবে গৃহবন্দি থাকার সময়সীমা? না কি দেশে আরও বাড়বে লকডাউনের সময়সীমা? লকডাউনের ভবিষ্যত নির্ধারণ করতে আজ ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পঞ্চম দফার ভিডিয়ো বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
PM @narendramodi to hold the 5th meeting via video-conference with state Chief Ministers tomorrow afternoon at 3 PM.
— PMO India (@PMOIndia) May 10, 2020
রবিবার একটি টুইটে মোদী জানান যে, সোমবার বিকেল ৩টের সময় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। রবিবারই সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক সারেন ক্যাবিনেটসচিব রাজীব গৌড়া। যদিও এখনও দেশে দ্বিগুণ গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এহেন পরিস্থিতিতে লকডাউনে শিথিলতা আনা হবে কি না, তাও প্রশ্নের মুখে।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্যানুসারে দেশে এখন কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ৬৩ হাজার। মৃত্যু হয়েছে ২ হাজারের বেশি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন