/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/PM-Narendra-Modi.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দিল্লি আইআইটি-র সমাবর্তনে আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের চাহিদা বিবেচনা করে উদ্ভাবনে জোর দেওয়ার কথা বলেন তিনি। বিশ্ব মানচিত্রে ভারতের পরিচয়ের ধারা পড়ুয়ারাই বহন করে চলেছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'ব্যবসা হোক বা উদ্ভাবনী সংক্রান্ত যেকোনও কাজ, দেশ আপনাদের সর্বদা সহায়তা করবে। আপনারা দেশের দরিদ্রতম মানুষটির জীবনযাত্রা সহজ করে তোলার চেষ্টা চালিয়ে য়ান।'
ভার্চুয়াল সমাবর্তন অনুষ্ঠানে মোদী কৃতী পড়ুয়াদের জানান, সাধারণ অবস্থা থেকে নিউ নর্মালে রূপান্তরের সন্ধিক্ষণ দেখার সুযোগ পয়েছেন তারা। এটাকেই সুযোগের রূপান্তর করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, 'আপনাদের একটা সুবিধা আছে। আপনাদের সামনে কর্মক্ষেত্র বা তার বাইরেও নিউ নর্মাল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অনেক সময় রয়েছে। সুতরাং এর উজ্জ্বল দিক সমন্ধে ভাবুন। আপনারা সত্যিই ভাগ্যবান।'
নম্বর খুশি থাকার পাশাপাশি বিগত কয়েক বছরের স্মৃতিও বারে বারেই মনে করার জন্য পড়ুয়াদের পরামর্শ দেন মোদী। বলেন, 'দিল্লি আইআইটির পড়ুয়ারা কলেজের বন্ধুদের পাশাপাশি ছাত্রাবাসের ভিডিওগেমের বন্ধুদের অনুপস্থিতিও গভীরভাবে উপলব্ধি করবে।' কার্যক্ষেত্রের জন্য নতুন মন্ত্র তৈরিও কথা বলেন তিনি। কী সেই মন্ত্র? মোদীর কথায়, 'কাজের মানের দিকে নজর দিতে হবে। অপোস নয়। জনগণের কথা ভেবে উদ্ভাবন করুন। বিশ্বাসযোগ্যতা বজায় রাখুন। বাজারে যাতে আপনার কাজের প্রতি দীর্ঘ আস্থা তৈরি হয় সেদিকে নজর দিন। অনিশ্চতা এলেও ভেঙে পড়বেন না, খারাপ সময় একদিন কাটবেই।'
এ দিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখড়িয়াল নিশাঙ্ক ই-বিদ্যার্থী পোর্টালের সূচনা করেন। এবার অনলাইনেই সার্টিফিকেট পাবেন আইআইটির কৃতী পড়ুয়ারা।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন