সোমবার থেকে শুরু হচ্ছে ১৪ তম Aero India Show। বেঙ্গালুরুর ইয়েলহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে সকাল সাড়ে ন’টায় অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। মূলত বায়ুসেনার শক্তিবৃদ্ধি করতে এই Air Show ও প্রদর্শনীর আয়োজন করছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রধানমন্ত্রী মোদী Aero India 2023-এ একটি ‘স্মারক ডাকটিকিট’ও প্রকাশ করেছেন।
ভারতের প্রতি বিশ্ববাসীর আস্থা বেড়েছে – প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘অ্যারো ইন্ডিয়ার এই ইভেন্ট ভারতের ক্রমবর্ধমান সম্ভাবনার উদাহরণ। এতে বিশ্বের প্রায় ১০০টি দেশের উপস্থিতি প্রমাণ করে যে ভারতের প্রতি বিশ্বের বিশ্বাস কতটা বেড়েছে’। প্রায় ৩৫,০০০ বর্গ মিটার এলাকা জুড়ে আয়োজিত অ্যারো শো’তে ৯৮টি দেশ এতে অংশ নিয়েছে। অনুষ্ঠানে ৩২টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ২৯টি দেশের বিমান বাহিনী প্রধানরাও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রিপোর্ট অনুসারে,৮০৯ টি প্রতিরক্ষা সংস্থা সহ MSMEএবং স্টার্ট-আপগুলি বিশেষ প্রযুক্তির অগ্রগতি এবং মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রের দক্ষতা বৃদ্ধি প্রদর্শন করবে এই শো’তে। বায়ুসেনা সূত্রে খবর, Aero India প্রায় ৭৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে ৷ মহাকাশ ও প্রতিরক্ষা খাতে দেশের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল ‘নতুন ভারত’-এর উত্থানকে উন্নীত করাই এর লক্ষ্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকাল ৯.৩০ টায় বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় বিমান বাহিনী স্টেশনে ‘Aero India 2023’-এর ১৪ তম সংস্করণের উদ্বোধন করেন। সকাল ৯.৪০ থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। ‘Aero India 2023’-এর ১৪ তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘ভারত তার উজ্জ্বলতায় অন্যদেরও আলোকিত করছে’। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে ভারত এমন এক নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়েছে যা শুধুমাত্র নিজে জ্বলজ্বল করছে না, অন্যদেরও আলোকিত করছে’।
ভবিষ্যতে কী কী অস্ত্র পাবে বায়ুসেনা, তারই এক ঝলক দেখা যাবে এই শো-তে। এবারের অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি Archer-NG Drone-কে ঘিরে। প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র তৈরি এই ড্রোন প্রায় ৩০০ কেজি বিস্ফোরক বা অস্ত্র বহনে সক্ষম। প্রায় ২২ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এই ড্রোন। একটানা ১২ ঘণ্টা উড়ে ২২০ কিমি পাড়ি দেওয়ার ক্ষমতা রয়েছে Archer-NG ড্রোনের। এটি ছাড়াও Tapas-BH ড্রোনও থাকবে এবারের Aero India-র প্রদর্শনীতে। প্রায় ২৮ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এই ড্রোন। এই ধরনের ড্রোন ব্যবহার করে চিন ও পাকিস্তান। সেই কারণেই দ্রুত এই ড্রোন হাতে পেতে চাইছে সেনার তিন বিভাগ।
Aero India 2023 অনুষ্ঠানের এক ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘Aero India আসলে মহাকাশের একটি প্রদর্শনী যার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে – ‘উচ্চতা এবং গতি’। এই দুটি গুণ প্রধানমন্ত্রীর ‘কার্যকারিতা এবং ব্যক্তিত্বকে’ সংজ্ঞায়িত করে। ভারতের প্রতি সততা এবং প্রতিশ্রুতির উচ্চতা, সিদ্ধান্ত গ্রহণের গতি এবং ফলাফল প্রদান। বেঙ্গালুরুতে AeroIndia2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লাইপাস্ট চলাকালীন গুরুকুল গঠনের নেতৃত্ব দিচ্ছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। ভারতীয় বায়ুসেনার Mi 17 V5 বিমানে করে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারত ও ব্রিটেনের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন অধ্যায়ের সৃষ্টি
ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস বলেছেন, “আমরা যুক্তরাজ্য-ভারত অংশীদারিত্বকে আরও গভীর ও প্রসারিত করার জন্য উন্মুখ। আমরা ইতিমধ্যেই বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করছি, আমরা এফটিএ নিয়ে আলোচনা করছি, আমরা ছাত্র সংখ্যা নিয়ে কাজ করছি – ভারত UK-তে ছাত্র সংখ্যার তালিকায় শীর্ষে রয়েছে। এখন আমরা প্রতিরক্ষা খাতেও যৌথ ভাবে কাজ করতে চাই। তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই সশস্ত্র বাহিনী, বিশেষ করে নৌবাহিনীতে পারস্পরিক চুক্তির মাধ্যমে এটি করছি এবং এখন বিমান খাতেও এই প্রচেষ্টা দেখা যাবে।”