Advertisment

৭৩ তম জন্মদিনে দেশবাসীকে গুচ্ছ উপহার, এশিয়ার বৃহত্তম কনভেনশন সেন্টার 'যশোভূমি' উদ্বোধন মোদীর

প্রকল্পটি প্রায় ৫,৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
yashobhoomi, modi inaugurates yashobhoomi, yashobhoomi live updates, pm modi, delhi news, delhi classroom scam, kejriwal, manoj tiwari classroom scam, arvind kejriwalm delhi weather, delhi weather, delhi live news, delhi live updates, indian express

৭৩ তম জন্মদিনে দেশবাসীকে গুচ্ছ উপহার, এশিয়ার বৃহত্তম কনভেনশন সেন্টার 'যশোভূমি' উদ্বোধন মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ সেপ্টেম্বর, রবিবার, নয়াদিল্লির দ্বারকায় এশিয়ার সবচেয়ে বড় 'যশোভূমি' আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো সেন্টারের প্রথম পর্বের উদ্বোধন করেন। যশোভূমি প্রকল্পটি প্রায় ৫,৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। ৮.৯ লক্ষ বর্গ মিটার এলাকা জুড়ে আন্তর্জাতিক মানের এই কনফারেন্স সেন্টারে রয়েছে ১৫ কনভেনশন রুম, একটি গ্র্যান্ড বলরুম এবং ১৩ টি মিটিং রুম। ১১ হাজার মানুষের একসঙ্গে বসার আয়োজন রয়েছে আন্তর্জাতিক মানের এই কনফারেন্স সেন্টারে । শুধুমাত্র 'যশোভূমি'র উদ্বোধন নয়, দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও সূচনা হয় প্রধানমন্ত্রীর হাত ধরেই। আনুষ্ঠানিকভাবে ১৩ হাজার কোটি 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল যোজনা'ও চালু হয় আজ। শিল্পী, কারিগর, ছোট ব্যবসায়ীদের আর্থিক সাহায্য করা হবে এই প্রকল্পের মাধ্যমে। আগামী বছর লোকসভা নির্বাচন। তাকে লক্ষ্য করেই দেশবাসীর নজর কাড়তে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হয় মোদীর জন্মদিনে।

Advertisment

নিজের জন্মদিনেই ‘যশোভূমি’ দেশবাসীকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী মোদী। আজ ১৭ সেপ্টেম্বর ‘যশোভূমির’ প্রথম পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে সভা, সম্মেলন এবং প্রদর্শনী আয়োজনের জন্য বিশ্বমানের পরিকাঠামো তৈরি করাই প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী মোদী আজ দিল্লির দ্বারকায় ‘যশোভূমি’ নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (IICC) দেশবাসীকে উৎসর্গ করেন। কর্মকর্তারা জানিয়েছেন ৮.৯ লাখ বর্গমিটারের বেশি প্রকল্প এলাকা এবং ১.৮ লাখ বর্গমিটারেরও বেশি একটি নির্মিত এলাকা জুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি সবচেয়ে বড় MICE (মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী) সুবিধাগুলির মধ্যে একটি হবে। এটিতে ১৫ টি সম্মেলন কেন্দ্র এবং ১১ হাজার লোকের বসার ব্যবস্থা থাকছে। যশোভূমি হবে বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী হলগুলির মধ্যে একটি। ১.০৭ লক্ষ বর্গমিটারের বেশি এলাকা জুড়ে নির্মিত এই কনফারেন্স সেন্টার প্রদর্শনী, বাণিজ্য মেলা এবং ব্যবসায়িক ইভেন্টের আয়োজন করতে ব্যবহৃত হবে।

মূল কনভেনশন সেন্টারটি তৈরি হয়েছে ৭৩ হাজার বর্গমিটারের বেশি এলাকাজুড়ে। এই কনভেনশন সেন্টারের মধ্যে মেন অডিটোরিয়াম ছাড়াও রয়েছে ১৫টি কনভেনশন রুম, গ্র্যান্ড বলরুম এবং ১৩টি মিটিংরুম। এক সঙ্গে মূল অডিটোরিয়ামে ৬ হাজার অথিতির বসার বিশেষ ব্যবস্থা থাকছে এই কনফারেন্স সেন্টারে। শোভূমি-তে ১১ হাজার অতিথি একসঙ্গে জমায়েত হতে পারবেন। অডিটোরিয়ামটির মেঝে কাঠের তৈরি এবং দেওয়ালে রয়েছে বিশেষ কারুকার্য। যশোভূমি-র আরও বিশেষত্ব হল, এই সেন্টারের ছাদের উপর সোলার প্যানেল থেকে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে এই ক্যাম্পাস CII-এর গ্রিন সিটি-র প্ল্যাটিনাম সার্টিফিকেট পেয়েছে।

modi
Advertisment