Advertisment

বিশ্বকাপের আগেই বিরাট চমক মোদীর, ৪৫০ কোটির ক্রিকেট স্টেডিয়ামের মেগা উদ্বোধনে তারকার মেলা

প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় বিসিসিআই দল বারাণসী পৌঁছেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"Prime Minister Narendra Modi,Uttar Pradesh's Varanasi,International Cricket Stadium,foundation stone,constituency

২৪-এর নির্বাচনের আগে বিরাট চমক মোদী, নিজের সংসদীয় এলাকায় ৪৫০ কোটি ব্যায়ে ক্রিকেট স্টেডিয়ামের মেগা উদ্বোধন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বারাণসীতে ৪৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পূর্বাঞ্চলের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিল্যান্যাস করবেন। পাশাপাশি তিনি বারাণসী সহ রাজ্যের ১৬টি অটল আবাসিক স্কুলেরও উদ্বোধন করবেন।

Advertisment

আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত ক্রিকেট কিংবদন্তিরা। আসছেন শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, রবি শাস্ত্রী সহ একাধিক ক্রিকেটার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর ক্রিকেট কিংবদন্তি শ্রী কাশী বিশ্বনাথ ধামে যাবেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বারাণসী সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বারানসীতে থাকবেন তিনি।  তিনটি ভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী । PMO-এর তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী ১১১৫ কোটি টাকায় নির্মিত অটল আবাসিক স্কুলগুলির উদ্বোধন করবেন। করোনার কারণে যে সকল পড়ুয়া তাদের বাবা-মাকে হারিয়েছে তারা সেসব স্কুলে বিনাব্যায়ে পড়ার সুযোগ পাবে। স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি গঞ্জারিতে জনসভাও করবেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই জনসভা থেকে বড় ইঙ্গিত দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী।

শনিবার বারাণসী আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরের জন্য ইতিমধেই সাড়া হয়েছে সুম্পুর্ন প্রস্তুতি।  চন্দ্রযান সফল অবতরণের পর, G-20-এর সফল আয়োজন এবং মহিলা সংরক্ষণ বিল পাসের পর এই প্রথম প্রধানমন্ত্রী তার সংসদীয় এলাকায় আসছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। এতে প্রায় পাঁচ হাজার মহিলা অংশ নেবেন।

দুপুর ১টা নাগাদ প্রধানমন্ত্রী বারাণসী বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে করে গঞ্জারি যাবেন। ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জনসভায় ভাষণ দেবেন তিনি। সেখান থেকে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে গিয়ে নারী শক্তি বন্দন-অভিনন্দন অনুষ্ঠানে বক্তব্য দেবেন মোদী ।আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গঞ্জারিতে প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় বিসিসিআই দল বারাণসী পৌঁছেছে।

modi
Advertisment