দেশে উঠেছে কোভিড ঝড়। দৈনিক আক্রান্ত পেরিয়েছে ২ লক্ষের গণ্ডি। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই প্রেক্ষাপটে দেশের করোনা পরিস্থিতি এবং টিকাকরণ নিয়ে আজ উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এই তথ্য জানিয়েছে সরকারি সূত্র।
উচ্চপদস্ত আধিকারিকদের সঙ্গে মন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। শনিবার রাত আটটায় এই বৈঠক রয়েছে। বহু রাজ্যের করোনা সঙ্কট চিত্র সামনে আসছে। মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব, গুজরাট সহ একাধিক রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেন ও জীবনদায়ী ওষুধ রেমডেসেভিরের ঘাটতি।
আরও পড়ুন, উপচে পড়ছে কবর, মৃতের স্তুপ শ্মশানে! করোনাকালে দেশের চিত্র এটাই?
ইতিমধ্যেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন মোদী। করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যের সঙ্গে কেন্দ্রের তালমিলিয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার দেশে একদিনে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। দেশে অ্যাক্টিভ করোনা কেসের সংখ্যা পেরিয়েছে ১৬ লক্ষ। টানা ৩৮ দিন ধরে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন