রবিবার অর্থাৎ ১১ ডিসেম্বর গোয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে তিনি মোপা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন এবং নবম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেসের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। পাশাপাশি তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট উপহার দিতে চলেছেন মোদী। এর আগে মহারাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রের নাগপুরে, নাগপুর মেট্রোর প্রথম ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর তিনি গোয়া পৌঁছাবেন। গোয়ায় মোপা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন মোদী।
গোয়ার মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। ডাবলিম বিমানবন্দরের পর এটি রাজ্যের দ্বিতীয় বিমানবন্দর। PMO-র দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ নভেম্বর ২০১৬-এ এই বিমানবন্দর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং দীর্ঘ ৬ বছর পর তিনি রাজ্যের দ্বিতীয় বিমানবন্দরের উদ্বোধন করতে চলেছেন। উত্তর গোয়ার মোপায় অবস্থিত বিমানবন্দরটি তৈরিতে খরচ হয়েছে মোট ২৮৭০ কোটি টাকা।
প্রথম পর্যায়ে বিমানবন্দরটি বছরে ৪৪ লাখ যাত্রী বহন করতে সক্ষম এবং প্রকল্পটি শেষ হলে বছরে এক কোটি যাত্রী চলাচল করতে পারবেন। ডাবোলিম বিমানবন্দরের বার্ষিক সাড়ে আটলক্ষ যাত্রীবহন ক্ষমতা রয়েছে। কিন্তু 'কার্গো' (পণ্য) পরিবহনের সুবিধা নেই, অন্যদিকে নতুন বিমানবন্দরে কার্গো পরিবহনের সুবিধাও রয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কর্তৃক বিমানবন্দরের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিমানবন্দরটি নিউ গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে পরিচিত হবে।
আরও পড়ুন: < কাশ্মীরেও বুলডোজার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি >
পাশাপাশি মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়ার আয়ুষ ইনস্টিটিউটের পাশাপাশি গাজিয়াবাদ ও দিল্লির আয়ুষ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন। মহারাষ্ট্রে এদিন মোদী নাগপুর মেট্রোর প্রথম ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এই সময়ে, প্রধানমন্ত্রী মোদী নাগপুর মেট্রোর দ্বিতীয় ধাপের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। নাগপুর ও শিরডির সংযোগকারী ‘সমৃদ্ধি মহামার্গে’র প্রথম ধাপের উদ্বোধন করবেন এবং এই হাইওয়েতে সফর করবেন প্রধানমন্ত্রী। এছাড়া, নাগপুরে এইমস হাসপাতালের উদ্বোধনও করবেন তিনি। একই সঙ্গে বিদর্ভ শহরে একটি অনুষ্ঠানে ১৫০০ কোটি টাকারও রেল প্রকল্প চালু করবেন।