উদ্ধারকার্য খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে শনিবারই দুর্ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখতে বালেশ্বরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি। শুক্রবার রাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার বালেশ্বরের দুর্ঘটনাস্থলে সাতসকালেই পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর সঙ্গে ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও। এই ট্রেন দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, প্রধানমন্ত্রী প্রথমে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং তারপর কটকের হাসপাতালে যাবেন, কথা বলবেন আহতদের সঙ্গে। আজ এর আগে, প্রধানমন্ত্রী ওডিশায় ট্রেন দুর্ঘটনার বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি বৈঠকও ডাকেন, সরকারি সূত্র পিটিআইকে জানিয়েছে। এদিকে, রেলসূত্রে জানানো হয়েছে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।
ভারতীয় রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন দুর্ঘটনার তদন্তে ইতিমধ্যেই এক উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে যার নেতৃত্বে থাকবেন রেলওয়ে সেফটি কমিশনর। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে জারি মৃত্যুমিছিল, হাহাকার।
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠান। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এক ট্যুইট বার্তায় এই তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উদযাপন সহ সমস্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে’। পাশাপাশি তিনি দুর্ঘটনাইয় নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ভয়াবহ দুর্ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেম্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। বাংলা থেকে সহায়তার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে, ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় প্রত্যেক মৃতের আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারে জানিয়েছেন যে, মৃতদের পরিবার ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আঘাতপ্রাপ্তরা ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন।