Advertisment

শপথ গ্রহণের পরেই মোদীর শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত

শুক্রবার ভারত-শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক বৈঠকের পর শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত চুড়ান্ত হয়। সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে লড়ে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং সহযোগিতার পরিবেশ বজায় রাখায় ব্রতী হয়েছেন দ'দেশের রাষ্ট্রনায়ক। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত-শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক বৈঠক

মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্রনেতাদের মধ্যে ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা। আগামী জুনেই তাঁর দেশের অতিথি হয়ে বিদেশ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন সিরিসেনা নিজেই।

Advertisment

দু'দেশের সম্পর্ক ২৬০০ বছরের পুরনো, সে কথা মনে করিয়ে সিরিসেনা বলেছেন, "মোদীর সফর আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা বন্ধু, প্রতিবেশী। নরেন্দ্র মোদীর শ্রীলঙ্কা সফর হবে মোদীর দ্বিতীয় বিদেশ সফর। আগামী মাসে মালদ্বীপ সফরে যাচ্ছেন মোদী।

আরও পড়ুন, খড়ের বাড়ি থেকে রাষ্ট্রপতি ভবন, স্বচ্ছ ভাবমূর্তি দিয়েই মন জয় ওড়িশার সাংসদের

২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর প্রথম ভুটান সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার ভারত-শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক বৈঠকের পর শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত চুড়ান্ত হয়। সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে লড়ে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং সহযোগিতার পরিবেশ বজায় রাখায় ব্রতী হয়েছেন দ'দেশের রাষ্ট্রনায়ক।

সংবাদমাধ্যমের উদ্দেশে সিরিসেনা বলেন, "সারা বিশ্বে বিভিন্ন ভাবে সন্ত্রাসবাদ হয়ে আসছে। কোনও দেশের ভেতরকার সমস্যা। ধর্মীয় এবং রাজনৈতিক চরমপন্থা সারা পৃথিবী জুড়ে মাথা চাড়া দিচ্ছে। সন্ত্রাস সবার ক্ষতি করে"।

মাস খানেক আগেই শ্রীলঙ্কায় একদিনে একাধিক সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয় প্রায় আড়াইশ মানুষের। নিহতদের মধ্যে অনেক ভারতীয়ও রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আইসিস জঙ্গি গোষ্ঠী।

Read the full story in English

narendra modi Terrorist
Advertisment