আজ দেশে করোনার টিকাকরণ অভিযানের বর্ষপূর্তি। টিকাকরণে যুক্ত প্রত্যককে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ''আজ দেশে টিকাকরণ অভিযানের এক বছর পূর্ণ হল। টিকাকরণ অভিযানের সঙ্গে যুক্ত প্রত্যেককে স্যালুট জানাই। আমাদের টিকাদান কর্মসূচি COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে দারুণ শক্তি যোগ করেছে। এর জেরে মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত হয়েছে।''
করোনার তৃতীয় ধাক্কায় বেসামাল গোটা দেশ। রাজ্যে রাজ্যে সংক্রমণ শিখর ছুঁয়েছে। পরিস্থিতি ভয়াবহ। দেশে করোনার দৈনিক সংক্রমণ তিন লক্ষের গণ্ডি ছুঁতে চলেছে। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
গতকালের চেয়ে এদিন সংক্রমিতের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার। একদিনে দেশে করোনার বলি আরও ৩১৪। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জন। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭ জন। বর্তমানে ডেইলি করোনা পজিটিভিটি রেট বেড়ে ১৬.২৮ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৪৩।
এই আবহেই আজ দেশে টিকাকরণ কর্মসূচির বর্ষপূর্তি। ২০২১-এর ১৬ জানুয়ারি দেশে করোনার টিকাকরণ অভিযান শুরু হয়েছিল। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৫৬ কোটি ৭৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে করোনা পরীক্ষা। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ লক্ষ ৬৫ হাজার ৪০৪ জনের করোনা টেস্ট হয়েছে।