/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/modi-un-759.jpg)
রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক সারলেন মোদী। ছবি: টুইটার।
পোল্যান্ডে আয়োজিত জলবায়ু সম্মেলনে নিজেদের দায়বদ্ধ ভূমিকা পালন করবে ভারত, রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে এমন বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জি-২০ সম্মেলনে আলোচনার ফাঁকে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেজের সঙ্গে বৈঠক সারেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আগামী সপ্তাহেই পোল্যান্ডে জলবায়ু সম্মেলনের আসর বসছে।
মোদির সঙ্গে রাষ্ট্রসংঘের মহাসচিবের বৈঠক প্রসঙ্গে বিদেশ সচিব বিজয় গোখেল জানিয়েছেন যে, জলবায়ু পরিবর্তন নিয়েই দু’জনের কথা হয়েছে। এ প্রসঙ্গে গোখেল জানিয়েছেন, ‘‘রাষ্ট্রসংঘের মহাসচিব বলেছেন যে, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলবায়ু পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী যে বেশ কিছু দৃঢ় পদক্ষেপ করেছেন, সে ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেছেন মহাসচিব।’’
Excellent meeting with Mr. @antonioguterres, @UN Secretary-General.
There were wide-ranging deliberations on various global issues.
We talked about mitigating climate change and India’s efforts in this regard through initiatives like the International Solar Alliance. pic.twitter.com/NIQZS671gI
— Narendra Modi (@narendramodi) November 30, 2018
আরও পড়ুন, ‘‘পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ হতে হবে’’, বললেন সেনাপ্রধান
গোখেল আরও জানিয়েছেন, ‘‘রাষ্ট্রসংঘের মহাসচিব বলেছেন যে, তিনি যখন গতমাসে দিল্লিতে ছিলেন, তিনি নিজে প্রধানমন্ত্রীর বেশ কিছু কর্মসূচি দেখেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য স্বচ্ছ ভারত অভিযান।’’ আগামী সপ্তাহে পোল্যান্ডে আয়োজিত জলবায়ু বিষয়ক আলোচনাসভায় ভারত যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে ব্যাপারে রাষ্ট্রসংঘের মহাসচিব আশাপ্রকাশ করেছেন বলে জানিয়েছেন গোখেল।
এ প্রসঙ্গে বিদেশসচিব জানিয়েছেন যে, মোদীর সঙ্গে রাষ্ট্রসংঘের মহাসচিবের বৈঠক ভাল হয়েছে। মহাসচিবকে মোদী আশ্বস্ত করেছেন যে, জলবায়ু পরিবর্তন বিষয়ে তাঁর দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠক দারুণ হয়েছে বলে এদিন টুইট করেছেন নরেন্দ্র মোদী।
Read the full story in English