নয়া সংসদ ভবনের ছাদে বিরাট অশোক স্তম্ভের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নয়া সংসদ ভবনের ছাদে এই সাড়ে ৬ মিটার দীর্ঘ, ৯,৫০০ কেজি ওজনের ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করেন মোদী। এমন মূর্তি ভারতে প্রথম।

এই জাতীয় প্রতীকের মূর্তি নয়া সংসদ ভবনের কেন্দ্রীয় বিল্ডিংয়ের ছাদে বসানো হয়েছে। অশোক স্তম্ভকে ধারণের জন্য নীচে সাড়ে ছহাজার কেজি ওজনের একটি ইস্পাতের কাঠামো তৈরি করা হয়েছে। তার উপর রয়েছে অশোক স্তম্ভটি। জানিয়েছেন কারিগরি বিশেষজ্ঞরা।
এদিন নির্মাণ কর্মীদের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। কীভাবে এত বড় মূর্তি তৈরি হল তা জানতে চান। কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে খুব খুশি।
আরও পড়ুন শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধনে তুঙ্গে তরজা, মমতার নামই নেই আমন্ত্রণপত্রে
দীর্ঘদিন ধরে এই অশোক স্তম্ভ নির্মাণের পরিকল্পনা চলছিল। ভাবনার স্কেচ এবং তৈরির প্রক্রিয়া নিয়ে ধাপে ধাপে পর্যালোচনা হয়েছে। আটটি আলাদা ধাপে এই নির্মাণটি সম্পূর্ণ হয়েছে। প্রথমে মাটির মূর্তি তৈরি থেকে কম্পিউটার গ্রাফিক্স তার পর সেটির উপর ব্রোঞ্জের আস্তরণ এবং পালিশ সব কিছু দীর্ঘ সময় ধরে হয়েছে।