Narendra Modi: জলবায়ুর আমূল পরিবর্তন কৃষিক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। এই বিষয়ে কৃষকদের সচেতন করতে মঙ্গলবার আহ্বান জানালেন নরেন্দ্র মোদি। এদিন এক অনুষ্ঠানের উদ্বোধনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং নানা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘স্বাধীনতার অম্রুত মহোৎসব উপলক্ষে সব শিক্ষাবিদ, কৃষি বিজ্ঞানী এবং নানাবিধ প্রতিষ্ঠান একটি লক্ষ্য তৈরি করুন। ৭৫ দিনের প্রচারাভিযানে ৭৫টি গ্রাম ঘুরে, ৭৫টি স্কুল চিহ্নিত করে, প্রত্যেক স্কুলকে একটি করে লক্ষ্য বেঁধে দিন।‘
তিনি জানান, এই ধরনের প্রচারাভিযান প্রতি জেলায় ব্যক্তিগত উদ্যোগে নেওয়া যেতেই পারে। কিংবা প্রাতিষ্ঠানিক ভাবেও কেউ এই প্রচারাভিযানের উদ্যোগ নিতে পারেন। এই প্রচারাভিযানের মাধ্যমে কৃষকদের নতুন শস্য, বীজ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সজাগ করতে হবে। আমাদের প্রচেষ্টা হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশের কৃষি ক্ষেত্রকে বাঁচানো। এতে সমৃদ্ধ হবেন কৃষকরা, শক্তিশালী হবে দেশ।‘
প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি পর্যবেক্ষণ করে দেখেছেন জলবায়ু পরিবর্তনে নতুন রোগ, কীট এবং মহামারী ছড়িয়ে পড়ছে। এতে মানবজীবন এবং শস্যের প্রভূত ক্ষতি হচ্ছে। তাই বিজ্ঞান, সমাজ এবং সরকার যখন এক হয়ে কাজ করবে, তখন এই সমস্যার সমাধান সম্ভব।‘
অপুষ্টি দূর করতে দেশের সফল ক্রীড়াবিদদের এগিয়ে আসতে সম্প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ‘সবাইকে বলেছি আগামি কয়েক বছরের মধ্যে দেশের অন্তত ৭৫টি স্কুল ঘুরে শিশুদের পুষ্টি, শরীরচর্চা এবং খেলাধুলো নিয়ে অনুপ্রাণিত করতে।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন