Advertisment

নির্ভয়ে করোনা ভ্যাকসিন নেওয়ার আহ্বান মোদীর, টানলেন নিজের মায়ের উদাহরণও

'আমি ও আমার প্রায় একশ বছর বয়সী মা টিকার দু'টি ডোজই নিয়েছি। অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে যা ইচ্ছে করতে দিন। আমরা আমরা টিকা নেব।'

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi urges people to get rid of vaccine hesitancy in Mann Ki Baat

টিকা নিয়ে দেশবাসীর সংশয় দূর করার চেষ্টা প্রধানমন্ত্রী মোদীর।

করোনা রুখতে বিনামূল্যে দেশজুড়ে টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। চলেছে সেই কাজ। ২১ জুন নজির গড়ে ভারতে ৮৬ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু এসবের পরও একাংশের দেশবাসী টিকা নিতে ভয় পাচ্ছে। টিকা ঘিরে বহু মানুষের মনেই দ্বিধা, সংশয় তৈরি হয়েছে। ফলে থমকে যেতে পারে প্রত্যেক দেশবাসীকে টিকা সুরক্ষার আওতায় আনার কর্মসূচি। যা শুধু তাঁদের জন্য নয়, অন্যান্যদের কাছেও বিপদের। এই পরিস্থিতি এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে করোনার টিকা নিয়ে দেশবাসীর সংশয় দূর করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী মোদী। চিকিৎসা বিজ্ঞানের উফর আস্থা রাখার আব্হান জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গেই দেশবাসীকে সাহস জোগাতে তুলে ধরেছেন নিজের মায়ের টিকা নেওয়ার প্রসঙ্গও।

Advertisment

করোনা ভাইরাসকে প্রতিহত করতে টিকার কোনও বিকল্প নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। দেশবাসীকে অভয় দিয়ে তিনি বলেছেন, 'আমি ও আমার প্রায় একশ বছর বয়সী মা টিকার দু'টি ডোজই নিয়েছি। অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে যা ইচ্ছে করতে দিন। আমরা আমরা টিকা নেব এবং কোভিড বিধি মেনে চলব, তবেই আমরা একযোগে করোনার বিরুদ্ধে লড়তে পারবো।'

টিকা ঘিরে ভয় মুক্তিরও আহ্বান জানান মোদী। টিকা নেওয়ার পর অনেকেরই জ্বর আসছে। কিন্তু তাতে ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দাবি করেছেন যে, 'টিকা না নেওয়া খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনি টিকা না নিলে শুধু যে নিজের ক্ষতিই নয়, নিজের পরিবার সহ গোটা সমাজকেও ঝুঁকির সম্মুখীন করছেন।'

আরও পড়ুন- Coronavirus India Updates: দেশে ফের ৫০ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ, আশার আলো সুস্থতার হার

এপ্রসঙ্গেই মধ্যপ্রদেশের বেতুলের করোনা টিকা নিতে দ্বিধাগ্রস্ত এক গ্রামবাসীর সঙ্গে ফোনে কথা বলেন মোদী। করোনা টিকা নিয়ে ওই ব্যক্তি নিজের সংশয়ের কথা বলতেই তাঁকে বিভ্রান্তি কাটারোন পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন নিজের ও তাঁর বৃদ্ধা মায়ের টিকা নেওয়ার অভইজ্ঞতার কথা।

গত সোমবারই একদিনে ৮৬ লক্ষের বেশি মানুষকে বিনামূল্যে টিকা দিয়ে ভারত নজির স্থাপণ করেছে। এদিনের বক্তব্যেও প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ তুলে ধরেন। মোদী বলেন, 'একবছর আগে প্রশ্ন উঠছিল যে করোনার টিকা কবে আসবে? আর আজ আমরা দেশীয় টিকা বিনামূল্যে দেশবাসীকে দিতে পারছি। যা খুবই গোরবের।'

সদ্য প্রয়াত বিশ্বখ্যাত মিলখা সিং। এগিনের 'মন কি বাত' অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। 'উড়ন্ত শিখ'-এর সঙ্গে তাঁর আলাপের অভিজ্ঞতাও দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন মোদী। আসন্ন টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এছাড়াও, বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তিনি। ১লা জুলাই চাটার্ড অ্যাকাউন্ট দিবস। সেই উপলক্ষেও শুভেচ্ছা জানান তিনি।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

modi maan-ki-bat Corona Vaccination
Advertisment