New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/modi-live-759-news.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে ঠিক কী নিয়ে বার্তা দেবেন মোদী, সে ব্যাপারে স্পষ্ট করেননি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা আবহে আবারও দেশবাসীর উদ্দেশে বক্তব্য় রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ৯টায় দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেবেন বলে টুইট করে জানালেন প্রধানমন্ত্রী। তবে ঠিক কী নিয়ে বার্তা দেবেন মোদী, সে ব্য়াপারে স্পষ্ট করেননি। সম্ভবত করোনাভাইরাস পরিস্থিতি ও লকডাউন নিয়েই দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।
At 9 AM tomorrow morning, I’ll share a small video message with my fellow Indians.
कल सुबह 9 बजे देशवासियों के साथ मैं एक वीडियो संदेश साझा करूंगा।
— Narendra Modi (@narendramodi) April 2, 2020
আরও পড়ুন: লকডাউন উঠলে কী হবে, এগজিট স্ট্র্য়াটেজিতে জোর মোদীর
উল্লেখ্য়, করোনা পরিস্থিতিতে এর আগে দু'বার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। করোনাভাইরাস নিয়ে গত ১৯ মার্চ প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন নমো। সেদিনের ভাষণে গত ২২ মার্চ দেশে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপরের জাতির উদ্দেশে ভাষণে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন মোদী।
অন্য়দিকে, করোনা মোকাবিলায় এদিন রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, এদিনের বৈঠকে মোদী বলেছেন, ''লকডাউন শেষ হলে কী হবে, সে বিষয়ে রাজ্য় ও কেন্দ্র সরকারকে এগজিট স্ট্র্য়াটেজি বানাতে হবে”। এ ব্য়াপারে রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের থেকে পরামর্শ চেয়েছেন মোদী। এই পরিস্থিতি মোকাবিলায় সকলকে একসঙ্গে জোটবদ্ধ ভাবে লড়ার আহ্বান জানিয়েছেন নমো।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন