Advertisment

PM Modi Russia Visit: চিনের সঙ্গে মাখোমাখো সম্পর্কের ‘দি এন্ড’! মোদীর সঙ্গে সাক্ষাতে উন্মুখ পুতিন, সম্পর্কের নয়া অধ্যায়?

দু'দিনের রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এটিই হবে প্রধানমন্ত্রী মোদীর প্রথম রাশিয়া সফর। মোদীর এই সফরে চোখ রয়েছে সারা বিশ্বের।

author-image
IE Bangla Web Desk
New Update
INDIA, PM Modi, Russia, Vladimir Putin, PM Modi Russia Visit, India Russia Relation, Russia India Relation, PM Modi News, Vladimir Putin News, PM Modi Austria Visit, PM Modi Austria News, Russia, PM Modi, PM Modi রাশিয়া সফর , PM Modi News, Vladimir Putin, PM Modi রাশিয়া সফর, PM Modi অস্ট্রিয়া সফর"

চিনের সঙ্গে মাখোমাখো সম্পর্কের ‘দি এন্ড’! মোদীর সঙ্গে সাক্ষাতে উন্মুখ পুতিন, সম্পর্কের নয়া অধ্যায়?

PM Modi Russia Visit: দু'দিনের রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এটিই হবে প্রধানমন্ত্রী মোদীর প্রথম রাশিয়া সফর। মোদীর এই সফরে চোখ রয়েছে সারা বিশ্বের।

Advertisment

মোদী এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক কয়েক দশকের পুরনো এবং আজও যা অটূট রয়েছে। সেই সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মোদীর ব্যক্তিগত সঙ্গে সম্পর্ক খুবই ভালো। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়া সফর করছেন মোদী।

২০২২ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে এসসিও সম্মেলনের সময় পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর শেষ বৈঠক হয়েছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রায় পাঁচ বছরের মধ্যে এটাই হবে মোদীর প্রথম রাশিয়া সফর।

দুদিনের রাশিয়া সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা তৃতীয়বারের মতো দেশের শাসনভার হাতে তুলে নেওয়ার পর প্রথমবারের মতো রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মস্কোতে মোদীকে স্বাগত জানাতে জমকালো প্রস্তুতি নেওয়া হয়েছে।

মস্কো সফরের আগে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, 'গত ১০ বছরে, ভারত এবং রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে। আমি 'আমার বন্ধু' প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার সব দিক পর্যালোচনা করার জন্য বিশেষ ভাবে উন্মুখ'।

অন্যদিকে, ক্রেমলিন থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতে বিশেষ আগ্রহী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মস্কোতে।

প্রধানমন্ত্রী মোদী 22 তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। করোনার কারণে তিন বছর পর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হবে। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন দুই নেতা। এই সফরে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়েও আলোচনা হতে পারে দুই নেতার মধ্যে। ভারত বারবার উভয় দেশের কাছে যুদ্ধ বন্ধের আবেদন জানিয়েছে।

রাশিয়া এবং অস্ট্রিয়ায় দুদিনের সফরে যাওয়ার আগে, প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "শক্তি, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা সংক্রান্ত খানে ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গত ১০ বছরে আরও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন : < Rahul Gandhi’s Manipur visit: রাহুল গান্ধীর সফরের আগে অশান্ত মণিপুর, চলল গুলি! চূড়ান্ত অস্থিরতায় কপালে ভাঁজ প্রশাসনের >

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বিমান যখন মস্কোয় অবতরণ করবে, তখন রাশিয়ার 'ঠান্ডা বাতাসে'ও উষ্ণতার এক 'অনন্য ঢেউ' অনুভূত হবে। রাশিয়া এবং ভারতের মধ্যে সম্পর্ক চিরকালই ভালো। সেই ঠাণ্ডা যুদ্ধের সময় থেকে চলে আসছে এই সুসম্পর্ক। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন সংঘাতের পরে এই সম্পর্কের গুরুত্ব আরও বেড়েছে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিপ্তে যখন পশ্চিমী দেশগুলি রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তখন ভারত ও চিনের মতো দেশ রাশিয়া থেকে তেলে আমদানির পরিমাণ বাড়িয়েছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত ইউক্রেন সংঘাতে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে। ভারত এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ দিয়েছে এবং রাশিয়ার সমালোচনা করা থেকেও বিরত থেকেছে ভারত।

রাশিয়া ও চিনে মধ্যে 'বন্ধুত্ব'-র সম্পর্ক মজভূত হতে রাশিয়া ও ভারতের সম্পর্ক নতুন এক চ্যালেঞ্জের সম্মুখীন। এই সম্পর্কের জটিলতা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন SCO শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিবর্তে, কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী মোদী নিজে যাওয়ার বদলে জয়শঙ্করকে পাঠান । রুশ প্রেসিডেন্ট পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও এই বৈঠকে অংশ নেন।

ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্কও অনেক পুরনো। ১৯৯০ এর দশকের গোড়ার দিকে, সোভিয়েত ইউনিয়ন ভারতীয় সামরিক বাহিনীর অস্ত্রের একটি বড় অংশ সরবরাহ করেছিল। ভারতীয় সেনাবাহিনীর ৭০ শতাংশ অস্ত্র, ৮০ শতাংশ বিমানবাহিনীর সিস্টেম এবং ৮৫ শতাংশ নৌবাহিনীর প্ল্যাটফর্ম সোভিয়েত ইউনিয়ন সরবরাহ করেছিল। ভারতের প্রথম বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রমাদিত্য, ২০০৪ সালে রাশিয়ার কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছিল।

রাশিয়ার জন্য, মোদীর এই সফর ভারতের সাথে তার কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার একটি সুযোগ, বিশেষ করে যখন পশ্চিমী নিষেধাজ্ঞা রাশিয়াকে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে বাধ্য করেছে। ভারতের জন্য, এই সফর বৈশ্বিক মঞ্চে তার অবস্থান মজবুত করার এবং রাশিয়ার সাথে তার সম্পর্ক আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রায় দুই বছর পর মস্কো (রাশিয়ার রাজধানী) যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে মস্কো পৌঁছাবেন।

বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে উভয় দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, যে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন পারস্পরিক স্বার্থের পাশাপাশি আঞ্চলিক-বৈশ্বিক বিষয়ে মত বিনিময় করবেন।

রাশিয়ার কাছে মোদীর এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ। রাশিয়ার জন্য, মোদীর এই সফর ভারতের সাথে তার কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার একটি সুযোগ, বিশেষ করে যখন পশ্চিমী নিষেধাজ্ঞা রাশিয়াকে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে বাধ্য করেছে।

রাশিয়া সফরের পর ৯ জুলাই অস্ট্রিয়া যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ৪১ বছরের মধ্যে এটি হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রিয়া সফর। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গেও কথা বলবেন।

India modi Putin russia
Advertisment