Advertisment

খিচুড়ি পে চর্চা: ভার্চুয়াল বৈঠকে জমাটি আড্ডায় মোদী-মরিসন

মোদীর সঙ্গে প্রথমবার ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে মরিসন কথা দিলেন, তিনি গুজরাতি খিচুড়ি রান্না করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
prime minister narendra modi, মোদী ভার্চুয়াল বৈঠক, মোদী, মরিসন, ভারত অষ্ট্রেলিয়া australian pm scott morrison, india australia bilateral relations, মোদী মরিসন modi-morrison virtual summit, pm modi l;augh, australiam pm samosa story, indian express bangla

মোদী ও মরিসন।

খানাপিনা নিয়ে আড্ডায় মজলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সিঙ্গারা-চাটনি, গুজরাতি খিচুরি থেকে মোদী হাগ এমন নানা বিষয় নিয়ে প্রথমবার ভার্চুয়াল বৈঠকে আড্ডায় মজলেন দুই রাষ্ট্রনেতা। মোদীর সঙ্গে প্রথমবার ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে মরিসন কথা দিলেন, তিনি গুজরাতি খিচুড়ি রান্না করবেন। সম্প্রতি সিঙ্গারা-চাটনি হাতে নিয়ে একটা ছবি টুইট করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

Advertisment

ভার্চুয়াল বৈঠকে দুই প্রধানমন্ত্রীর কী কথা হল?

প্রধানমন্ত্রী মোদীকে প্রধানমন্ত্রী মরিসন বললেন, যদি ভারতে যেতে পারতাম, তাহলে কিছুতেই মোদী হাগ মিস করতাম না। পরের বার গুজরাতি খিচুড়ি বানাব। পরের বার দেখা করার আগে রান্নাঘরে এই পদ বানাব।

আরও পড়ুন: ভারত-চিন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মোদী-ট্রাম্প, প্রথা ভেঙে জানাল বিদেশ মন্ত্রক

মরিসনের কথা শুনে হেসে মোদী বললেন, ''ভারতে খিচুড়ি সকলেরই খুব পছন্দের পদ। দেশের বিভিন্ন প্রান্তে এর বিভিন্ন নাম রয়েছে। গুজরাতবাসী খুবই খুশি হবেন এটা জেনে যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গুজরাতি খিচুড়ি সম্পর্কে জানেন''। খানাপিনার পাশাপাশি ২০১৪ সালের নির্বাচনী প্রচারে মোদী যেভাবে হলোগ্রাম ব্য়বহার করেছিলেন, সে ব্য়াপারেও চর্চা করেন মরিসন।

উল্লেখ্য়, দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্য়েই এই ভার্চুয়াল বৈঠক। মোদী বলেছেন, দু'দেশের সম্পর্ক মজবুত করার এটাই সঠিক সময়। অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের ভিত মজবুত করতে ভারত যে অঙ্গীকারবদ্ধ, সে কথাও এদিন জোর দিয়ে বলেছেন নমো। কোনও দেশের সঙ্গে এটাই ভারতের প্রথম ভার্চুয়াল বৈঠক ছিল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi national news
Advertisment