Advertisment

ভারত পেরিয়ে নিউইয়র্ক! 'মন কি বাতের' ১০০ তম পর্বের সাক্ষী থাকতে চলেছে তামাম বিশ্ব

'মন কি বাত'-এর ১০০তম পর্বটিও নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে সরাসরি সম্প্রচার করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mann Ki Baat 100th Episode, Mann Ki Baat 100th Episode date, Mann Ki Baat 100th Episode time  pm modi Mann Ki Baat, Mann Ki Baat 100th Episode broadcast on April 30, radio programme Mann Ki Baat, PM modi, Mann Ki Baat 100th Episode broadcast time"

‘মিশন চন্দ্রযান নতুন ভারতের চেতনার প্রতীক', ‘মন কি বাত অনুষ্ঠানে’ বললেন প্রধানমন্ত্রী মোদী।

দিল্লি থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সাক্ষী থাকতে চলেছে 'মন কি বাত'-এর ১০০ তম পর্বের। আজ মোদীর ‘মন কি বাতের’ ১০০ তম পর্বের সাক্ষী থাকতে চলেছে বিশ্বের বিভিন্ন স্থানের লক্ষ লক্ষ মানুষ। 'মন কি বাত'-এর ১০০তম পর্বটিও নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে সরাসরি সম্প্রচার করা হবে।

Advertisment

ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এটি সারাদেশে সরাসরি প্রদর্শিত হতে চলেছে ‘মন কি বাতে’র ১০০ তম এপিসোড। বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষ আজ এই অনুষ্ঠানটি শুনতে পাবেন বলেও আশা করা হচ্ছে। 'মন কি বাত'-এর ১০০ তম পর্বটিও নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে সরাসরি সম্প্রচার করা হবে। 'মন কি বাত' অনুষ্ঠানের সম্প্রচার শুরু হবে সকাল ১১টায়। তবে নিউইয়র্কে এই অনুষ্ঠান শোনা যাবে রাত দেড়টা’য়। অনুষ্ঠানটি অল ইন্ডিয়া রেডিও সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শোনা যাবে।

‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০তম পর্বের জন্য বিজেপি বিশেষ প্রস্তুতি নিয়েছে। দিল্লির সাড়ে ৬ হাজারের বেশি স্থানে এর সরাসরি সম্প্রচার শোনা যাবে। ২০১৪ সালের ৩রা মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 'মন কি বাত'-এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের জণসাধারণের উদ্দেশে ভাষণ দেন। এরপর থেকে প্রতি মাসের শেষ রবিবার নিয়মিতভাবে এর অনুষ্ঠান সম্প্রচারিত  হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী ‘মন কি বাতের’ মাধ্যমে মহিলা, যুবক, কৃষকদের সঙ্গে সর্বপরি দেশের জনগণের সঙ্গে তাঁর চিন্তা-ভাবনা ভাগ করে নেন।'মন কি বাত' সরকার ও জনগণের মধ্যে যোগাযোগের প্রধান কর্মসূচি হয়ে উঠেছে।

নিউইয়র্কেও হবে সম্প্রচার

‘মন কি বাতের’ ১০০ তম পর্বটি নিউইয়র্কেও সরাসরি সম্প্রচার করা হবে। রবিবার রাষ্ট্রসংঘের সদর দপ্তরে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার হবে। যা ঐতিহাসিক এবং নজিরবিহীন। পাশাপাশি নিউ জার্সিতেও এর সরাসরি সম্প্রচার শোনা যাবে। লন্ডনে ভারতীয় হাইকমিশন রবিবার সকাল সাড়ে ৬টা’য় প্রধানমন্ত্রী মোদীর "মন কি বাত" এর ১০০তম পর্বের একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করতে চলেছে। ভারতের হাইকমিশন শনিবার টুইট করে এই তথ্য জানিয়েছে।

১১টি বিদেশী ভাষায় সম্প্রচার

'মন কি বাত' অনুষ্ঠানটি ২২টি ভারতীয় ভাষা এবং ২৯টি আঞ্চলিক ভাষা ছাড়াও ফরাসি, চিনা, ইন্দোনেশিয়ান, তিব্বতি, বার্মিজ, বেলুচি, আরবি, ফার্সি সহ ১১টি বিদেশী ভাষায় সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি অল ইন্ডিয়া রেডিওর ৫০০ টিরও বেশি স্টেশন থেকে সম্প্রচারিত হয়।

maan-ki-bat
Advertisment