অসুস্থ হয়ে আমেদাবাদের হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন।
ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলডি অ্যান্ড রিচার্স সেন্টারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে, মঙ্গলবার রাতে অসুস্থ বোদ করেছিলেন ৯৯ বছর বয়সী হীরাবেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীর না হীরাবেন মদীর শারীরিক অবস্থা স্থিতিশীল। বয়সজনিত অসুস্থতার কারণেই অসুস্থতা বলে মনে করছেন চিকিৎসকরা।
প্রধানমন্ত্রী মোদীর মায়ের অসুস্থতার খবর শুনেই হাসপাতালের সামনে ভিড় জমান বহু গুজরাটের বিজেপি নেতা। রাজ্য বিজেপির প্রধান সি আর পাতিল এবং গুজরাটের মুখ্যমন্ত্রীর মুখ্য প্রিন্সিপাল সেক্রেটারি ভূপেন্দ্র প্যাটেলকে হাসপাতালে গিয়েছিলেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঋশিকেশ প্যাটেলও ছিলেন হাসপাতালে। সূত্রের খবর, অসুস্থ মা-কে দেখতে এদিনই আমেদাবাদ যেতে পারেন প্রধানমন্ত্রী।
হীরাবেন গান্ধীনগরে তাঁর ছোট ছেলে পঙ্কজের সঙ্গে থাকেন। পঙ্কজ মোদী গুজরাট সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মী। গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোট দেওয়ার একদিন আগে ৪ঠা ডিসেম্বর প্রদানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর মায়ের দেখা হয়েছিল।