ভারত-পাকিস্তান এককাট্টা, করোনা মোকাবিলায় মোদীর প্রস্তাবে সায় ইমরান সরকারের

করোনা পরিস্থিতি সামলাতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনার ডাক দিয়েছিলেন মোদী। ভিডিও কনফারেন্সিংয়ে পাকিস্তান অংশ নেবে বলে জানিয়েছে।

করোনা পরিস্থিতি সামলাতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনার ডাক দিয়েছিলেন মোদী। ভিডিও কনফারেন্সিংয়ে পাকিস্তান অংশ নেবে বলে জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস, করোনা, ভারত পাকিস্তান, india pakistan on coronavirus, সার্ক, saarc countries on coronavirus, মোদী, ভিডিও কনফারেন্স, modi invites saarc for talks on coronavirus

ইমরান খান ও নরেন্দ্র মোদী। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিল পাকিস্তান। মারণ ভাইরাস পরিস্থিতি সামলাতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনার ডাক দিয়েছিলেন মোদী। ভিডিও কনফারেন্সিংয়ে পাকিস্তান অংশ নেবে বলে শনিবার জানিয়েছে ইমরান খান সরকার।

Advertisment


উল্লেখ্য, সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে ভারতেই করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সবথেকে বেশি। এ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩। এরপরই রয়েছে পাকিস্তান। সে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০। মালদ্বীপে আক্রান্তের সংখ্যা ৮, আপগানিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৭, বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ৩, শ্রীলঙ্কায় আক্রান্তের সংখ্যা ২, নেপাল ও ভুটানে আক্রান্তের সংখ্যা ১। এই পরিস্থিতিতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর সঙ্গে করোনা মোকাবিলায় আলোচনা চালানোর জন্য ভিডিও কনফারেন্সের আহ্বান জানিয়ে টুইট করেছিলেন মোদী।

Advertisment

আরও পড়ুন: ভারতে ফের করোনায় মৃত্যু, বিভিন্ন রাজ্যে ত্রাসের ‘শাটডাউন’

প্রসঙ্গত, চিন ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে হানা দিয়েছে মারণ ভাইরাস। ৬টি উপমহাদেশে ছড়িয়ে পড়েছে করোনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে করোনা ভাইরাসকে ‘অতিমারি’ বলে ঘোষণা করেছে। সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona