শুক্রবার মহারাষ্ট্রের নাসিকে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাসিকে আজ একটি মন্দিরে হাজির হন প্রধানমন্ত্রী। সেখানে পুজো দিয়ে পুরোহিতের সঙ্গে ভজন গাইতে শোনা যায় নরেন্দ্র মোদীকে। শ্রী কলারাম মন্দিরে প্রধানমন্ত্রী মোদীকে আজ একেবারে অন্যরূপে দেখা যায়। পাশাপাশি মোদী আজ ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু, অটল সেতু উদ্বোধন করবেন তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মহারাষ্ট্রের নাসিকের কালারাম মন্দিরে 'স্বচ্ছতা অভিযানে' অংশ নেন।
স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকীতে আজ নাসিকে যুবকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী তাঁর ভাষণে বলেন, "মহর্ষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দ বলতেন যে তরুণদের স্বাধীন চিন্তা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম উন্নয়ন ও উত্তরাধিকার দুটোই চায়। আজকের তরুণ প্রজন্ম দাসত্বের প্রভাব থেকে মুক্ত। তিনি যুবসমাজকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই অমৃতকালের দায়িত্ব পালনের আহ্বান জানান"।
ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী নিজেই কালারাম মন্দির পরিষ্কার করেন। এটি উল্লেখ করে তিনি আবারও দেশবাসীকে ২২ জানুয়ারির মধ্যে দেশের সমস্ত মন্দির পরিষ্কার করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা আগেই অনুরোধ করেছিলাম যে ২২ জানুয়ারির মধ্যে দেশের সমস্ত মন্দির ও ধর্মীয় স্থান পরিষ্কার করতে হবে, এ কাজ অনেকটাই সফল হয়েছে তবে এখনও যেখানে এই কাজ বাকি আছে, ২২ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে"।
প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ যদি ভারতকে তার লক্ষ্য অর্জন করতে হয়, তাহলে দেশের তরুণদের স্বাধীন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসতে হবে। আজ ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতির মধ্যে চলে এসেছে। স্টার্ট আপে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, এই অর্জনের পেছনে রয়েছে দেশের তরুণরা। আজ ভারত বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠছে, এর পিছনে রয়েছে যুবশক্তি"।
মারাঠি ভাষায় ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "গত দশ বছরে আমাদের সরকার তরুণদের খোলা আকাশ দিয়েছে"। আজ গোটা বিশ্ব ভারতকে তরুণদের দক্ষ শক্তি হিসেবে চিনেছে। তরুণদের কৃতিত্বের কারণেই আজ ভারত বিশ্বের সঙ্গে পাল্লা দিচ্ছে। তরুণদের অগ্রগতি ও উন্নত জীবনের জন্য আমরা একটি নতুন জাতীয় শিক্ষানীতি সামনে আনতে পেরেছি। আদিত্য এল১ এবং চন্দ্রযানের সাফল্য আজ বিশ্বের সবার সামনে এসেছে"।