Advertisment

PM Modi Address Nation Today Highlights: ১৮ মে থেকে দেশে চতুর্থ লকডাউন, ২০ লক্ষ কোটির আর্থিক প্য়াকেজ ঘোষণা মোদীর

PM Modi Speech : করোনায় বিশেষ আর্থিক প্য়াকেজ ঘোষণা করলেন মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, প্রধানমম্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Prime Minister Modi Speech Latest News: করোনা মোকাবিলায় দেশে চতুর্থ লকডাউন চলবে। রাজ্য়গুলোর সঙ্গে কথা বলে চতুর্থ লকডাউনের নিয়মাবলী জানানো হবে। ১৮ মে'র আগে তা জানানো হবে বলে জাতির উদ্দেশে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisment

করোনায় বিশেষ আর্থিক প্য়াকেজ ঘোষণা করলেন মোদী। প্রধানমন্ত্রী বললেন, ''এই আর্থিক প্য়াকেজ আত্মনির্ভর ভারতের কাজ করবে। ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্য়াকেজ। দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ এই প্য়াকেজ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য় প্য়াকেজ। সংগঠিত, অসংগঠিত সব শ্রেণির মানুষের জন্য় এই প্য়াকেজ। জমি, শ্রম, নগদের জোগানের জন্য় এই প্য়াকেজ।অর্থমন্ত্রী আগামিকাল বিস্তারিত জানাবেন এ ব্য়াপারে''। Read the Live Blog in English

এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদী বললেন, ''করোনায় অনেক ভারতীয় তাঁদের স্বজনকে হারিয়েছেন। তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একটা ভাইরাস দুনিয়াকে তছনছ করে দিয়েছে''। মোদী আরও বললেন, ''ভাইরাস থেকে নিজেদেরকে বাঁচিয়ে এগিয়ে যেতে হবে। এমন সংকট আগে দেখিনি আমরা। এই সংকট থেকে আমাদের মুক্তি পেতেই হবে। নিয়ম মেনে এই ভাইরাসের কবল থেকে আমাদের রক্ষা করতে হবে। করোনা পরিস্থিতি ভারতকে আত্মনির্ভর হতে শেখাচ্ছে। আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত''।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

PM Modi Speech : PM Modi on Covid-19  Updates, PM Modi Speech on Coronavirus Today: জাতির উদ্দেশে ভাষণে কী বললেন প্রধানমন্ত্রী, সব আপডেট রইল এখানে, Follow the Updates here:



























20:32 (IST)12 May 20










































করোনা মোকাবিলায় চতুর্থ লকডাউন ঘোষণা মোদীর

করোনা মোকাবিলায় দেশে চতুর্থ লকডাউন চলবে। রাজ্য়গুলোর সঙ্গে কথা বলে চতুর্থ লকডাউনের নিয়মাবলী জানানো হবে। ১৮ মে'র আগে তা জানানো হবে: মোদী

20:27 (IST)12 May 20










































দেশ ৫টি পিলারের উপর দাঁড়িয়ে: মোদী

প্রধানমন্ত্রী বললেন, ''দেশ ৫টি পিলারের উপর দাঁড়িয়ে। এগুলি হল অর্থনীতি, পরিকাঠামো, সিস্টেম, ডেমোগ্র্য়াফি, চাহিদা''।

20:19 (IST)12 May 20










































বিশেষ আর্থিক প্য়াকেজ ঘোষণা মোদীর

করোনায় বিশেষ আর্থিক প্য়াকেজ ঘোষণা মোদীর। প্রধানমন্ত্রী বললেন, ''এই আর্থিক প্য়াকেজ আত্মনির্ভর ভারতের কাজ করবে। ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্য়াকেজ। দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ এই প্য়াকেজ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য় প্য়াকেজ। অর্থমন্ত্রী আগামিকাল বিস্তারিত জানাবেন এ ব্য়াপারে''।

20:15 (IST)12 May 20










































মানবজাতির কল্য়াণে ভারত অনেক কিছু করতে পারে: মোদী

মানবজাতির কল্য়াণে ভারত অনেক কিছু করতে পারে। ভাল দেশ হতে পারে। আগে নামমাত্র পিপিই তৈরি হত দেশে। এখন রোজ ২ লক্ষ পিপিই তৈরি হচ্ছে : মোদী

20:10 (IST)12 May 20










































আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত: মোদী

করোনা পরিস্থিতি ভারতকে আত্মনির্ভর হতে শেখাচ্ছে। আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত: মোদী

20:08 (IST)12 May 20










































একবিংশ শতাব্দী ভারতের হবে: প্রধানমন্ত্রী

একবিংশ শতাব্দী ভারতের হবে। নিয়ম মেনে এই ভাইরাসের কবল থেকে আমাদের রক্ষা করতে হবে। আরও দৃঢ় সংকল্প নিতে হবে: মোদী

20:05 (IST)12 May 20










































এমন সংকট আগে দেখিনি: মোদী

ভাইরাস থেকে নিজেদেরকে বাঁচিয়ে এগিয়ে যেতে হবে। এমন সংকট আগে দেখিনি আমরা: মোদী

20:03 (IST)12 May 20










































একটা ভাইরাস দুনিয়াকে তছনছ করে দিয়েছে: মোদী

করোনায় অনেক ভারতীয় তাঁদের স্বজনকে হারিয়েছেন। একটা ভাইরাস দুনিয়াকে তছনছ করে দিয়েছে: মোদী

20:02 (IST)12 May 20










































একটা ভাইরাস দুনিয়াকে শেষ করে দিল: মোদী

করোনায় অনেক ভারতীয় তাঁদের স্বজনকে হারিয়েছেন। একটা ভাইরাস দুনিয়াকে শেষ করে দিল: মোদী

20:02 (IST)12 May 20










































একটা ভাইরাস দুনিয়াকে শেষ করে দিল: মোদী

করোনায় অনেক ভারতীয় তাঁদের স্বজনকে হারিয়েছেন। একটা ভাইরাস দুনিয়াকে শেষ করে দিল: মোদী

20:02 (IST)12 May 20










































একটা ভাইরাস দুনিয়াকে শেষ করে দিল: মোদী

করোনায় অনেক ভারতীয় তাঁদের স্বজনকে হারিয়েছেন। একটা ভাইরাস দুনিয়াকে শেষ করে দিল: মোদী

20:02 (IST)12 May 20










































একটা ভাইরাস দুনিয়াকে শেষ করে দিল: মোদী

করোনায় অনেক ভারতীয় তাঁদের স্বজনকে হারিয়েছেন। একটা ভাইরাস দুনিয়াকে শেষ করে দিল: মোদী

20:00 (IST)12 May 20










































LIVE: মোদীর ভাষণ শুরু

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

19:52 (IST)12 May 20










































একটু পরেই মোদীর ভাষণ

আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরই করোনা আবহে ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মোদীর বার্তা শোনার অপেক্ষায় গোটা দেশ। 

19:36 (IST)12 May 20










































আর আধ ঘণ্টা পর মোদীর ভাষণ

কিছুক্ষণ পরেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বলবেন মোদী, অপেক্ষায় গোটা দেশ। 

19:04 (IST)12 May 20










































আর এক ঘণ্টা পর মোদীর ভাষণ

কাউন্টডাউন শুরু। আর মাত্র এক ঘণ্টা পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী। করোনা আবহে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ। 

16:07 (IST)12 May 20










































রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ মোদীর

শে কি লকডাউনের মেয়াদ বাড়বে? করোনা মোকাবিলায় আগামী দিনে কোন পথে হাঁটতে চলেছে ভারত? মোদীর ভাষণে আজ সে ব্য়াপারে দিশা মিলতে পারে বলে মনে করা হচ্ছে। রাত ৮টায় দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই তাকিয়ে সকলে।

করোনা আবহে গত ১৯ মার্চ প্রথম বার জাতীর উদ্দেশে ভাষণ দিয়েছিলেন মোদী। সেবারের ভাষণে দেশজুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন। গত ২২ মার্চ দেশজুড়ে জনতা কার্ফু পালিত হয়েছিল। ওইদিন বিকেল ৫টায় জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের স্য়ালুট জানাতে ঘণ্টা বাজানো/হাতহালি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মোদী।

গত ৩ এপ্রিল এক ভিডিও বার্তায় 'বাতি জ্বালাও' কর্মসূচির ডাক দিয়েছিলেন। মোদীর ডাকে সাড়া দিয়ে গত ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য় বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে, মোবাইলের ফ্ল্য়াশ লাইট জ্বেলে কিংবা টর্চের আলো জেলে শামিল হয়েছিল গোটা দেশ। এরপর গত ১৪ এপ্রিল দ্বিতীয় দফার লকডাউনের ঘোষণা করেছিলেন মোদী।

coronavirus PM Narendra Modi
Advertisment