'বিস্ময়কর এবং অনন্য মুহূর্ত'! রাম লালার 'সূর্য তিলক' খালি পায়ে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী।
২২ শে জানুয়ারী প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। এরপর আজ রাম মন্দিরে রাম নবমী অনুষ্ঠানে দেশের প্রতিটি প্রান্তের মানুষ ভিড় করেছেন। নতুন মন্দিরে রাম মূর্তির পবিত্রতার পরে এটিই প্রথম রাম নবমী। রাম নবমী উপলক্ষে বুধবার অযোধ্যায় রাম লালার 'সূর্য তিলক' অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান দেখে আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাম লালার 'সূর্য তিলকে'র সরাসরি সম্প্রচার দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার আইপ্যাডে অযোধ্যায় ভগবান রামের সূর্য তিলক দেখেছেন। X-এ পোস্ট করে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী নিজেই। মোদী X-এ লিখেছেন- আসামের নলবাড়িতে জনসভা করার পর আমি রাম লালার সূর্য তিলক অনুষ্ঠান দেখেছি। তিনি লিখেছেন, 'লক্ষ লক্ষ ভারতীয়দের মতো, এটি আমার জন্যও খুব আবেগপূর্ণ মুহূর্ত ছিল। অযোধ্যায় এবারের রাম নবমী জমকালো এবং ঐতিহাসিক। আমি আশা করি ভগবান রামের এই সূর্য তিলক আমাদের জীবনে নতুন শক্তি সঞ্চার করবে এবং দেশের গর্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে'।
লক্ষণীয় যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে অসম সফরে আছেন এবং সেখানে নলবাড়িতে এক জনসভায় ভাষণ দিয়েছেন। এই জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ রাম নবমী উপলক্ষে অযোধ্যায় ভগবান রামের 'সূর্য তিলকের' আয়োজন করা হবে। ৫০০ বছর অপেক্ষার পর ভগবান রাম অযোধ্যায় উপবিষ্ট হয়েছেন।