মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর মঙ্গলবার রাতে প্রথমবার টেলিফোনে কথোপকথন হল জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাইডেন ফোন করেছিলেন মোদীকে। টেলিফোনেই বাইডেনকে জয়ের জন্য অভিনন্দন জানান মোদী। সেই সঙ্গে ইন্দো-মার্কিন বন্ধুত্ব নিয়ে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাইডেনকে আশ্বস্ত করেছেন মোদী।
টেলিফোনিক আলাপচারিতার পরই রাতে নরেন্দ্র মোদী টুইট করে জানান, "জো বাইডেনকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। ইন্দো-মার্কিন যৌথ কূটনৈতিক বন্ধুত্ব এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। করোনা অতিমারী থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন, এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা নিয়েও কথা হয়েছে। আমি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছি। তাঁর সাফল্য আমাদের গর্বিত করে। ইন্দো-আমেরিকান সম্প্রদায়ের কাছে এটা গর্বের বিষয়। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্যও খুবই গুরুত্বপূর্ণ।"
আরও পড়ুন ‘সন্ত্রাসবাদের মদতদাতাদের জবাবদিহি করতে হবে’, চিনের ‘বন্ধু’ পাকিস্তানকে তোপ মোদীর
প্রসঙ্গত, এই প্রথমবার বাইডেন-মোদীর মধ্যে টেলিফোনে আলাপচারিতা হল। তিনটি মূল বিষয়ে কথা হয়েছে দুজনের মধ্যে। প্রথমত, ইন্দো--প্যাসিফিক অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখা। চিনকে নজরে রেখে এই অঞ্চলে ভারত-মার্কিন যৌথ নৌবাহিনীর মহড়া হয়েছে বহুবার। সেইসঙ্গে করোনা অতিমারীতে জোট বেঁধে লড়াইয়ের ডাক দিয়েছেন বাইডেন। তার জন্য গোটা বিশ্বের শক্তিধর দেশগুলির সহযোগিতা চেয়েছেন তিনি। জলবায়ু পরিবর্তন নিয়েও কথা হয়েছে দুপক্ষের।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন