জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত সরদার বল্লভভাই প্যাটেলকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জাতীয় একতা দিবসে তিনি বলেন, "৩৭০ ধারা লাগু ছিল কেবলমাত্র সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদকে উৎসাহ দেবার জন্য এবং সে কারণেই তা বাতিল করা প্রয়োজন হয়ে উঠেছিল।"
প্যাটেলের ১৪৪ তম জন্মদিবসের অনুষ্ঠানে গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, জম্মু কাশ্মীর ও লাদাখের নতুন ব্যবস্থা এ দুয়ের মধ্যে বিভাজন টানার জন্য নয়, বরং তাদের মধ্যেকার সম্পর্ক দৃঢ় করবার জন্য।
আরও পড়ুন, বিশ্লেষণ: জম্মু-কাশ্মীর ও লাদাখ, আজ থেকে আলাদা- এর পর কী?
প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের বিতর্কিত বিধান খারিজ করার কেন্দ্রের গত ৫ অগাস্টের সিদ্ধান্ত তিনি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর "পদতলে উৎসর্গ" করছেন।
মোদী বলেন, "ওই দেওয়াল ছিল বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদকে উৎসাহ দেবার জন্য। আমি এখানে এসেছি সরদার প্যাটেলকে এ কথা জানাতে যে সে দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "প্যাটেলের দ্বারা অনুপ্রাণিত সরকার দেশের সংবেদনশীল, আর্থিক এবং সাংবিধানিক সংহতির জন্য কাজ করে চলেছে, যা ছাড়া একবিংশ শতাব্দীর শক্তিশালী ভারতের কল্পনা করা শক্ত।"
গত ৫ অগাস্ট সরকার জম্মু কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেয়, যা আজ থেকে কার্যকর হচ্ছে।
এদিন পাকিস্তানকে এক হাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারে না তারা দেশের ঐক্য নষ্ট করার চেষ্টা করে চলেছে।"
তিনি আরও বলেন, "কিছু শক্তি বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদ ছড়ানোর মাধ্যমে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধ্বংস করার চেষ্টা করে চলেছে, কিন্তু এমনকি শতাব্দীর পর শতাব্দী চেষ্টা করেও কেউই আমাদের নিশ্চিহ্ন করতে বা পরাজিত করতে পারেনি।"
মোদী বলেন, "বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের অহংকার এবং আমাদের পরিচিতি, এত বৈচিত্র্য সত্ত্বেও আমাদের ঐক্য দেখে সারা পৃথিবী আশ্চর্য হয়ে যায়।"
তিনি আরও বলেন, "আমাদের শত্রুরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধ্বংস করতে চায়, একুশ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই।"
নাম না করে এদিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধেও আক্রমণ শাণিয়েছেন মোদী। তিনি বলেন, "প্যাটেল একবার বলেছিলেন, তাঁকে যদি কাশ্মীর ইস্যুর দায়িত্ব দেওয়া হত তাহলে তা সমাধান করতে এতদিন সময় লাগত না।"
এদিনের অনুষ্ঠানে উত্তর পূর্বের প্রসঙ্গও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদ থেকে সংযুক্তির পথে হাঁটছে উত্তরপূর্ব। সরকারের উদ্যোগে কয়েক দশকের পুরনো সমস্যার সমাধান হতে চলেছে।