Advertisment

'চিকিৎসা শিক্ষায় ভারত হোক সেরা ঠিকানা', বেসরকারি সংস্থাগুলিকে এগিয়ে আসার বার্তা মোদীর

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বহু ডাক্তারি পড়ুয়া এখনও আটকে রয়েছেন। এই আবহে মোদীর এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Narendra Modi calls upon private firms to enter medical sector in big way

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভাষার বাধা সত্ত্বেও এদেশের পড়ুয়ারা চিকিৎসা শিক্ষা নিতে ছোট ছোট দেশগুলিতে যান। সেই প্রবণতা এড়াতেই এবার এদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে আসার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হাজার-হাজার ভারতীয় আটকে রয়েছেন। যাঁদের অধিকাংশই এদেশ থেকে যাওয়া ছাত্রছাত্রী। ঠিক এই আবহে মোদীর এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisment

ইউক্রেনের বিভিন্ন শহরে থাকা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে হাজার-হাজার ভারতীয় তরুণ-তরুণী ডাক্তারি পড়েন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতি বছর হাজার-হাজার পড়ুয়া শুধুমাত্র ডাক্তারি পড়তেই ইউক্রেনে যান। তবে বর্তমানে ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। রুশ হামলায় কার্যত অসহায় দশা ইউক্রেনের। এই আবহে শনিবার ভারতেই চিকিৎসা শিক্ষার পরিধি বাড়াতে বেসরকারি সংস্থাগুলিকে এগিয়ে আসার বার্তা প্রধানমন্ত্রীর।

দেশের স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ নিয়ে এদিন একটি ওয়েবিনারে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারগুলিকে চিকিৎসা শিক্ষার জন্য জমি বরাদ্দের পাশাপাশি 'ভালো নীতি' প্রণয়নেরও পরামর্শ দিয়েছেন মোদী। ভারত নিজের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বব্যাপী চাহিদা পূরণের জন্যও পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং প্যারামেডিক যাতে তৈরি করতে পারে সেব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে পরামর্শ প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন- ‘আগে থেকে যোগাযোগ ছাড়া ইউক্রেন সীমান্তে যাবেন না’, নোটিশ জারি ভারতীয় দূতাবাসের

চিকিৎসা শিক্ষার জন্য বহু ভারতীয় পড়ুয়া ইউক্রেনকেই অন্যতম সেরা ঠিকানা বলে মনে করেন। গত কয়েক বছরে সেই প্রবণতা আরও বেড়েছে। এবার সেই প্রবণতা এড়াতেই দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে আসার বার্তা নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী এপ্রসঙ্গে বলেন, ''ভারতীয় পড়ুয়ারা পড়াশোনার জন্য বিদেশে যাচ্ছেন। বিশেষ করে চিকিৎসা শিক্ষার ফলে শত-শত কোটি টাকাও দেশ থেকে বেরিয়ে যাচ্ছে।''

তিনি আরও বলেন, ''চিকিৎসা শিক্ষা নিতে আমাদের ছেলেমেয়েরা আজ ছোট দেশে যাচ্ছেন। সেখানে ভাষা একটা সমস্যা। তবুও তাঁরা যাচ্ছেন। আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলি কি এই ক্ষেত্রে বড় আকারে উদ্যোগী হতে পারে না? রাজ্য সরকারগুলি কি এই বিষয়ে জমি বরাদ্দের জন্য ভালো নীতি তৈরি করতে পারে না?"

Read story in English

Medical students narendra modi India Ukraine Crisis PM Modi Indian medical students Ukraine
Advertisment