১৭ ঘণ্টা গুহায় বসে ধ্যান করার পর কেদারনাথে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা পিটিআই রবিবার এ খবর দিয়েছে।
প্রধানমন্ত্রী মোদী সাংবাদিকদের বলেছেন, "বহু বছর ধরে আধ্যাত্মিক চেতনাসম্পন্ন এই স্থানে বার বার আসার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং এ এলাকার উন্নয়নের জন্য আমার যে ভাবনা রয়েছে তার মধ্যে প্রকৃতি এবং পরিবেশ অন্তর্ভুক্ত।"
প্রধানমন্ত্রী বলেছেন, "আমি চাই আমাদের দেশের মানুষ এ দেশকে দেখুন। বিদেশযাত্রার ব্যাপারে আমার কোনও আপত্তি নেই, তবে আমাদের দেশের বিভিন্ন জায়গাও তাঁদের ঘুরে দেখা উচিত।"
পাহাড়ি পথে হেঁটে চলেছেন নরেন্দ্র মোদী
কেদারনাথের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করে মোদী বলেন, "২০১৩ সালের প্রাকৃতিক দুর্যোগের পর কেদারনাথের পুনরুন্নয়নের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান বানিয়েছি।"
এদিন মোদীর বদ্রীনাথ যাওয়ার কথা।
লোকসভা নির্বাচনের প্রতার শেষের পরদিন, শনিবার কেদারনাথ পৌঁছন প্রধানমন্ত্রী। তিনি রাত্রিবাস করেন ১১৭০ ফুট উঁচি এক গুহায়। শনিবার সকালে জলি গ্র্যান্ট বিমানবন্দরে পৌঁছন তিনি, সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত। কড়া নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে ৯টা নাগাদ কেদারনাথ পৌঁছন প্রধানমন্ত্রী।
পরিদর্শনের সময়ে মন্দিরের উন্নয়ন এবং কেদারনাথের পুনর্নির্মাণ প্রকল্পের কাজ পর্যালোচনা করেন মোদী। মধ্যাহ্নভোজ সেরে বেলা দুটো নাগাদ মোদী রওনা দেন ধ্যানগুহার উদ্দেশে। মন্দাকিনী নদীর পাশে অবস্থিত ৬০ বর্গফুটের এই গুহা গত বছর বানানো হয়েছিল। এখানে একসঙ্গে দুজন থাকা যায়। কেদারনাথ চত্বরে ধ্যানের উদ্দেশ্যেই এই গুহার নির্মাণ।
মোদী শেষবার কেদারনাথে এসেছিলেন ২০১৮ সালের নভেম্বর মাসে।
Read the Full Story in English