মানবাধিকার সুরক্ষিত করতে ভারতীয় বিচারব্যবস্থার অবদান প্রশংসনীয়: প্রধানমন্ত্রী

তিনি বক্তৃতায় দেশব্যাপী ই-কোর্ট শুনানি ও রায়দান প্রতি সওয়াল করেন।

তিনি বক্তৃতায় দেশব্যাপী ই-কোর্ট শুনানি ও রায়দান প্রতি সওয়াল করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশের সংবিধানকে সর্বোচ্চস্তরে তুলে ধরতে ভারতীয় বিচারব্যবস্থার অবদান অনস্বীকার্য। শনিবার এভাবেই প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। গুজরাত হাইকোর্টের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। সেখানেই তাঁর গলায় বিচারব্যবস্থার ভূয়সী প্রশংসার সুর।

Advertisment

তিনি বলেন, 'ভারতীয় বিচারব্যবস্থা সংবিধানের ইতিবাচক এবং সৃজনশীল দিকগুলো তুলে ধরতে বরাবর এগিয়ে এসেছে। মানবাধিকার সুরক্ষিত করা হোক বা জাতীয় স্বার্থ রক্ষা, বিচারব্যবস্থা বরাবর কর্তব্য পালনে নিষ্ঠ।'

সত্য এবং ন্যায়কে তুলে ধরতে গুজরাত হাইকোর্টের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, 'করোনা অতিমারী এবং লকডাউন পর্বে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি ও রায়দান করেছে দেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এটিই প্রমাণ করে কতটা শক্তিশালী এবং কর্তব্যনিষ্ঠ দেশের বিচারব্যবস্থা।'

Advertisment

তাঁর দাবি, 'লকডাউন চলার সময় বিশ্বে সবচেয়ে বেশি মামলার শুনানি করেছে দেশের সুপ্রিম কোর্ট। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রায় ১৮ হাজার মামলার শুনানি চলেছে। এটা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।'

এদিন তিনি বক্তৃতায় দেশব্যাপী ই-কোর্ট শুনানি ও রায়দান প্রতি সওয়াল করেন। আইন মন্ত্রক ডিজিটাল ইন্ডিয়া মিশনের মাধ্যমে ই-কোর্ট গঠনের উদ্যোগ নিয়েছে। এদিনের অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।

Gujrat High Court PM Narendra Modi Indian Judiciary