/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/Modi-Biden.jpg)
জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই নরেন্দ্র মোদীর প্রথম মার্কিন সফর হতে চলেছে।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রাজধানী ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে যাওয়ার কথা মোদীর। কেন্দ্রের শীর্ষ আধিকারিকদের সূত্রে এমনটাই খবর। জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই নরেন্দ্র মোদীর প্রথম মার্কিন সফর হতে চলেছে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দিষ্ট সূচি অনুযায়ী, সেপ্টেম্বরের ২২-২৭ তারিখ মার্কিন সফরে যেতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সশরীরে প্রথম সাক্ষাৎ করতে পারেন মোদী। এর আগে তিনবার ভার্চুয়ালি সাক্ষাৎ হয় দুজনের। মার্চে কোয়াড সম্মেলন, এপ্রিল জলবায়ু পরিবর্তন সম্মেলন এবং জুনে জি-৭ গোষ্ঠীর বৈঠকে।
জি-৭ গোষ্ঠীর বৈঠকে মোদীর সশরীরে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির কারণে সেই সফর বাতিল করতে হয়। এরই মধ্যে আফগানিস্তানে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সেই পরিস্থিতিতে মোদীর মার্কিন সফর বেশ তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন কাশ্মীর ইস্যুতে সুরবদল তালিবানের, মুসলিমদের পক্ষে সওয়ালের বার্তা
গত ২০১৯ সালের সেপ্টেম্বরে মার্কিন সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে হাউডি মোদী ইভেন্ট আয়োজিত হয়। সেই অনুষ্ঠানেই মোদী ডাক দেন, টআব কি বার ট্রাম্প সরকারট। যদিও ট্রাম্প নির্বাচনে হেরে যান। দুবছর পর ফের মার্কিন সফরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এবারের সফরে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী। অনুচ্ছেদ ৩৭০ বিলোপ হওয়ার পর মার্কিন ডেমোক্র্যাটরা কাশ্মীরে মানবাধিকার নিয়ে সরব হয়েছিলেন। সেই সূত্রে তাঁদের সঙ্গে দেখা করে কাশ্মীরের উন্নয়নের ছবি নিয়ে কথা বলতে পারেন মোদী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন