Advertisment

আসছে 'ম্যান ভার্সাস ওয়াইল্ড'-এ বিশেষ মোদী এপিসোড

ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে গ্রিলসের সঙ্গে জঙ্গলে ঘুরবেন মোদী। একটি টুইটে গ্রিলস লিখেছেন, "বিশ্বের ১৮০ টি দেশ পিএম নরেন্দ্র মোদীর এক অজানা দিক দেখতে পাবে..."

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi bear grylls man vs wild

এপিসোডের একটি দৃশ্য

টেলিভিশনে জনপ্রিয় ওয়াইল্ডলাইফ অনুষ্ঠান 'ম্যান ভার্সাস ওয়াইল্ড'-এর একটি বিশেষ এপিসোডে এবার দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অনুষ্ঠানটির সঞ্চালক প্রখ্যাত ব্রিটিশ পরিবেশবিদ এবং সংরক্ষণ বিশেষজ্ঞ বেয়ার গ্রিলস। ১২ অগাস্ট রাত নটায় ডিসকভারি ইন্ডিয়া চ্যানেলে সম্প্রচারিত হবে এই বিশেষ এপিসোড।

Advertisment

গ্রিলস জানিয়েছেন, বিশ্বজুড়ে সম্প্রচারিত হবে এই এপিসোডে "পিএম মোদীর অজানা দিক" দেখতে পাওয়া যাবে। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে গ্রিলসের সঙ্গে জঙ্গলে ঘুরবেন মোদী। একটি টুইটে গ্রিলস লিখেছেন, "বিশ্বের ১৮০ টি দেশ পিএম নরেন্দ্র মোদীর এক অজানা দিক দেখতে পাবে..."

একটি প্রেস বিবৃতিতে ডিসকভারি জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন যে এই অনুষ্ঠান তাঁকে সুযোগ দেবে ভারতের পরিবেশ এবং প্রাণীজগতের সম্পদ বিশ্বের সামনে তুলে ধরার, পাশাপাশি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বোঝানোর। "আমি বহুবছর প্রকৃতির মাঝে, পাহাড়ে জঙ্গলে কাটিয়েছি। এই সময়টা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। কাজেই আমার কাছে যখন এমন একটি এপিসোডের প্রস্তাব আসে, যাতে রাজনীতির বাইরের জীবনের কথা থাকবে, তাও আবার প্রকৃতির কোলে, আমার একইসঙ্গে কৌতূহল এবং অংশগ্রহণের ইচ্ছাও হলো। এই অনুষ্ঠান আমার কাছে একটা সুযোগ, বিশ্বের দরবারে ভারতের সমৃদ্ধ পরিবেশগত ঐতিহ্য তুলে ধরার, এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা বোঝানোর। জঙ্গলে ফিরে যাওয়ার অভিজ্ঞতা দারুণ লাগল, এবং এবার বেয়ারের সঙ্গে, যাঁর অদম্য উৎসাহ এবং প্রকৃতিকে অনুভব করার ইচ্ছের মধ্যে একটা বিশুদ্ধতা রয়েছে।"

আরও পড়ুন: World Tiger Day: ভারতই বাঘেদের সবচেয়ে নিরাপদ আশ্রয়, বিশ্ব ব্যাঘ্র দিবসে জানালেন মোদী

এবছরের ১০ মার্চ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার দিন, উত্তরাখণ্ডে জিম করবেট ব্যাঘ্র প্রকল্পের ঢিকালা এলাকায় রয়েছেন বেয়ার গ্রিলস। সেদিন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কারণে ঢিকালা ফরেস্ট রেস্ট হাউজের সমস্ত বুকিং বাতিল করে দেয় উত্তরাখণ্ড বনবিভাগ।

ভারতে পৌঁছনোর আগে বেশ কয়েকটি টুইট করেন গ্রিলস, যেগুলি পরে ডিলিট করে দেওয়া হয়। একটিতে তিনি লেখেন, "ভারতে দারুণ একটা দিন! শিগগিরি আসছি খুব বিশেষ কিছু একটা শুট করতে..." লেখার সঙ্গে ছিল 'মুখ বন্ধ' রাখার ইমোজি। কিন্তু এই পোস্ট ডিলিট করা হয়।

১২ ফেব্রুয়ারি একটি সেলফি পোস্ট করেন গ্রিলস, যা সম্ভবত তাঁর ভারতগামী ফ্লাইটের ভেতরে তোলা: "আমার খুব প্রিয় একটি দেশে চলেছি অ্যাডভেঞ্চারের খোঁজে..." কিন্তু এই পোস্টটিও পরে ডিলিট করে   দেওয়া হয়।

পুলওয়ামা হামলার পরদিন নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপনের টুইটের জবাবে ১৬ ফেব্রুয়ারি আরও একটি টুইট করেন গ্রিলস। "সত্যিই মর্মান্তিক একটা দিন - আমার মন তোমার কাছে পড়ে আছে ইন্ডিয়া," লেখেন তিনি, সঙ্গে জুড়ে দেন কিছু 'হার্ট' এবং জোড়হাতের ইমোজি।

সেসময় করবেট ব্যাঘ্র প্রকল্পের ভেতরে ১৪ ফেব্রুয়ারি কোনও ফিল্ম ইউনিটের উপস্থিতির খবর নিশ্চিত করেন নি গ্রিলস, ডিসকভারি, অথবা উত্তরাখণ্ড বনবিভাগ।

Advertisment