scorecardresearch

বিল গেটসের ভূয়সী প্রশংসা মোদীর, কারণ জানলে চমকে যাবেন!

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

Bill Gates and Narendra Modi
বিল গেটস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিল গেটসের নাম কে না জানেন? আইটির দুনিয়ায় তিনি এক মহামানব। শুধু কি তাই! সমাজকল্যাণে তাঁর অবদানের কথাও গোটা বিশ্ব একবাক্যে স্মরণ করে। সেই গেটসকে যদি দেখা যায়, সম্পূর্ণ এক অন্যরকম ভূমিকায়? মানে, এমন এক ভূমিকায় যেখানে আমাকে কিংবা আপনাকে হামেশাই দেখা যায়, তবে গোটা বিশ্ব নিশ্চিতরূপে চমকে উঠতে বাধ্য! আসলে তিনি তো বিল গেটস না! তাঁকে তো আর সাধারণ পাঁচ জনের সঙ্গে গুলিয়ে ফেললে চলে না।

এতটুকু পড়ে ভাবছেন হয়তো, কী এমন ভূমিকায় দেখা গিয়েছে বিল গেটসকে? আসলে বিল গেটসকে এবার দেখা গিয়েছে রুটি বানাতে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আর, ছড়াবেই তো! মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বলে কথা। তিনি নাকি নিজের হাতে রুটি তৈরি করছেন। যে যাই ভাবুক না-কেন, যত জল্পনাই ছড়াক না-কেন, গেটসের এই ছবি দেখে অত্যন্ত খুশি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরাবরই নিজে হাতে নিজের কাজ করাকে বিশেষ গুরুত্ব দেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি পালটা মন্তব্য করেছেন, ‘চমৎকার!’

নিজে হাতে খাবার বানাচ্ছেন বিল গেটস।

ব্যাস্! দুই বিশ্ববন্দিত ব্যক্তির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এহেন যোগসূত্র স্থাপনে বেজায় খুশি নেটিজেনরা। গেটসের রুটি বানানোর চেষ্টার মতই মোদীর তারিফও ভাইরাল হতে দেরি হয়নি। তবে, সোশ্যাল মিডিয়ায় শুধু তারিফ করেই ক্ষান্ত হননি দেশের ডিজিটাল প্রধানমন্ত্রী। হাসিমুখের ইমোজির সঙ্গে তিনি তিনি গেটসকে পরামর্শ দিয়েছেন, ‘ভারতের সাম্প্রতিকতম ট্রেন্ড হল বাজরার ব্যবহার। যা অত্যন্ত স্বাস্থ্যকর বলেই পরিচিত। বাজরার তৈরি বিভিন্ন খাবারও আছে। আপনি তৈরি করে দেখতে পারেন।’

আরও পড়ুন- আচমকা পাকিস্তানে ব্লক উইকিপিডিয়া, তীব্র চাঞ্চল্য!

সম্প্রতি, সংসদের ক্যান্টিনে বিরোধী দলনেতা মল্লিকার্জ্জুন খাড়গে-সহ অন্যান্যদের সঙ্গে বসে বাজরার তৈরি খাবার খেতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দেশের বিভিন্ন রাজ্যের বাজরা চাষিদের উন্নয়নের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার সরকারি খাবারে বাজরার ব্যবহার বাড়ানোরও চেষ্টা করছে। গেটসের ক্ষেত্রেও সুচতুর প্রধানমন্ত্রী সেই বাজরার প্রচারের চেষ্টাই চালালেন বলে মনে করছেন নেটিজেনরা।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Pm narendra modi praises bill gates for making rotis